Breaking News
Home / Breaking News / যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব গ্রেপ্তার

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব গ্রেপ্তার

কোরবানির ঈদের সময় সড়ক দুর্ঘটনার প্রতিবেদন নিয়ে ৩১ অগাস্ট বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলনে মোজাম্মেল হক চৌধুরী, বাঁ থেকে তৃতীয়
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে চাঁদাবাজির এক মামলায় গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
বুধবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড়ের বাসা থেকে মোজাম্মেলকে গ্রেপ্তার করে মিরপুর থানায় নিয়ে আসা হয় বলে ওই থানার এসআই বজলুর রহমান জানান।

মিরপুরের ওসি দাদন ফকির দুলাল নামে ‘পরিবহন খাত সংশ্লিষ্ট একজন’ তিন দিন আগে খন্দকার মোজাম্মেল হকের বিরুদ্ধে মামলা করেন।

“দুলাল মামলায় দাবি করেছেন, মোজাম্মেল হক তার কাছে দুই লাখ টাকা চাঁদা চেয়েছেন, এর মধ্যে ১০ হাজার টাকা নিয়েছেন। ওই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

যাত্রী কল্যাণ সমিতির ফেইসবুক পাতায় এক পোস্টে বলা হয়, “হঠাৎ রাত ৩টায় মিরপুর মডেল থানা থেকে কিছু পুলিশ এসে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছেন পুলিশ। কী জন্য এখনো কোন বিষয় নিশ্চিত হওয়া যায়নি।”

error: Content is protected !!

Powered by themekiller.com