Breaking News
Home / Breaking News / সুনামগঞ্জের দিরাইয়ের স্কুল ছাত্রী মুন্নীর হত্যার ঘাতক ইয়াহিয়ার মৃত্যুদন্ড প্রদান

সুনামগঞ্জের দিরাইয়ের স্কুল ছাত্রী মুন্নীর হত্যার ঘাতক ইয়াহিয়ার মৃত্যুদন্ড প্রদান

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দিরাই উপজেলার ইয়াহিয়া সরদারকে মৃত্যুদন্ড
দিয়েছে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত
সুনামগঞ্জের দিরাইয়ে আলোচিত এস এস সি পরীক্ষার্থী
সুমাইয়া আক্তার মুন্নী হত্যা মামলার আসামী তার ঘাতক
প্রেমিক ইয়াহিয়া সরদারকে মৃত্যুদন্ড দিয়েছে সুনামগঞ্জ জেলা ও
দায়রা জজ আদালত।
বুধবার (১৩ মার্চ) দুপুর ১২টায় আসামী ইয়াহিয়ার উপস্থিতিতে
এ রায় প্রদান করেন জেলা ও দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামান সিকদার।
এ রায়ে সন্তোষ প্রকাশ করেন নিহতের পরিবারের সদস্যরা। তবে রায়
দ্রুতকার্যক্ররের দাবী জানান তারা। নিহত সুমাইয়া আক্তার মুন্নী
দিরাই পৌর শহরের উচ্চ বালিকা বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থী
ছিলেন। সুমাইয়া আক্তার মুন্নীর সাথে ইয়াহিয়া সরদারের
দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে দু’জনের মধ্যে
সম্পর্কের অবনতি হলে এই অনাকাংঙ্খিত হত্যাকান্ডের ঘটনাটি
মামলার বাদি পক্ষের আইনজীবি ছিলেন অ্যাডভোকেট মো. শাহাব
উদ্দিন চৌধুরী ও লুকেশ লেইছ এবং আসামী পক্ষের আইনজীবি
ছিলেন অ্যাডভোকেট হুমায়ন মঞ্জুর।
উলে-খ্য ২০১৭ সালের ১৬ই ডিসেম্বর সন্ধ্যায় জেলার দিরাই পৌর শহরে
মাদানিয়া মহল-ায় মুন্নীর বাসায় ঢুকে প্রেমিক ইয়াহিয়া
সরদার তাকে ছুরিকাঘাতে হত্যা করে। এ হত্যাকান্ডের ঘটনার দু’দিন
পর ১৮ ডিসেম্বর মুন্নীর মা রাহেলা বেগম বাদি হয়ে ইয়াহিয়াকে
আসামী করে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ
ঘটনার পর পুলিশ ৭২ ঘন্টা অভিযান চালিয়ে ইয়াহিয়াকে সিলেট
জালালবাদ উপজেলা মাসুকপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Powered by themekiller.com