Breaking News
Home / Breaking News / আইসক্রীমে ব্যবহার হচ্ছে বিসাক্ত ক্যামিক্যাল

আইসক্রীমে ব্যবহার হচ্ছে বিসাক্ত ক্যামিক্যাল

বিশেষ প্রতিনিধিঃ
হাটহাজারী পৌরসভার আব্বাসিয়ার পুল সংলগ্ন নিউ লাকি নামক আইসক্রীম তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ওও ননির্বাহী মম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

শনিবার (২৩মার্চ) সকাল সাড়ে ১১টার উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন স্থানীয়দের কাছ থেকে অবৈধ আইসক্রীম কারখানার সন্ধান পেয়ে অভিযানে গিয়ে তিনি নিজেও বিস্মিত হয়। কারখানার নোংড়া ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে আইসক্রিম তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরণের ক্ষতিকারক রঙ, ক্যামিক্যাল এবং পাশেই রাখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঘনচিনি।

এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, সতর্ক করার পরও আইসক্রীমে ঘনচিনি ব্যবহার করার অপরাধে ভেজাল আইসক্রিম তৈরির প্রতিষ্ঠান নিউ লাকি আইসক্রিমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া এ কারখানা থেকে উদ্ধার ২ হাজার ভেজাল আইসক্রিম ধ্বংস করার পাশাপাশি কারখানাটি থেকে আইসক্রিমে ব্যবহৃত ঘনচিনি, বিভিন্ন ধরনের রঙ ও কেমিক্যাল জব্দ করা হয়েছে।

Powered by themekiller.com