Breaking News
Home / Breaking News / চেনা অচেনা ………………… নূরুন্নাহার মুন্নি

চেনা অচেনা ………………… নূরুন্নাহার মুন্নি

চেনা অচেনা
…………………
নূরুন্নাহার মুন্নি

শুনেছি তোমার বুকে কষ্ট জমেছে;
বৃষ্টি হচ্ছে ষোড়শীর লজ্জা ঘেষে!
আঁধারে অবনত নাকি তোমার মনোবল,
বিকেলের মেয়ের মতো মেঘপথে হাটে_
তোমার তারুণ্য মৌবন।
এলোমেলো স্বপ্নগুলো অন্য তাকে;
মাঝে মাঝেই দু পেগের বোতল নাড়ে,
এখনো কি আঙুল দুটো চেপে ধরো ;
দুকান ধরে অন্ধকারে?
অশালীন আমার বাক্যালাপে?
আকাশনীল শাড়িটা এখনো হয়তো তাঁত ঘরে,
তোমার হাতের ছোঁয়ায় তা আর রঙিন হলো না,
তোমার ঘড়িতে আমার কাকন হয়তো ছোঁবে না।
আর কখনো তো বৃষ্টি এলো না!
অনেক রাগের সুরের খেলা;
খেলা হলো না।।

Powered by themekiller.com