Breaking News
Home / Breaking News / মোহাম্মদ (সা.) এর বাণী শোনালেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী, পরলেন হিজাব

মোহাম্মদ (সা.) এর বাণী শোনালেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী, পরলেন হিজাব

বাংলারমুখ ডেস্কঃ

বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী উদ্ধৃত করে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।
গত শুক্রবারে ক্রাইস্টচার্চে মসজিদে খ্রিষ্টান সন্ত্রাসবাদী হামলায় ৫০ জন মুসলিম শহীদ ও ৪০ জনের বেশি আহত হন।
তাঁদের প্রতি শ্রদ্ধা ও মুসলিমদের প্রতি সংহতি জানাতে আজ শুক্রবার দেশটিতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়। দেশজুড়ে দুই মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া আল নূর মসজিদ থেকে দেশটির রেডিও ও টেলিভিশনে আজকের জুমার নামাজ সরাসরি সম্প্রচার করা হয়।
শোক পালনে ক্রাইস্টচার্চের আল নূর মসজিদের সামনে হ্যাগলি পার্কে হাজার হাজার মানুষ জড়ো হয়।
সেখানে দেশটির প্রধানমন্ত্রী বলেন, আমরা সবাই এক, নিউজিল্যান্ডের সবাই আপনাদের সঙ্গে ব্যথিত।
জাসিন্ডা আরডার্ন আরো বলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- পারষ্পরিক ভালোবাসা ও সহানুভূতি দিয়ে একটি শরীরের মতো থাকবেন। যখন শরীরের কোন অঙ্গে ব্যাথা হয় তখন পুরো শরীরের ব্যাথা হয়।
এর আগে সংসদ অধিবেশনে তিনি ভাষণ শুরু করেন ‘আসসালামু আলাইকুম’ বলে। ওইদিন কোরআন তেলাওয়াতের মাধ্যমে সংসদ অধিবেশন শুরু হয়। এছাড়া, সংসদে মুসল্লিদের জন্য নামাজের ব্যবস্থাও করে দেন প্রধানমন্ত্রী।

Powered by themekiller.com