Breaking News
Home / Breaking News / শহিদুলকে কারাগারে ডিভিশন দিতে হাই কোর্টের নির্দেশ

শহিদুলকে কারাগারে ডিভিশন দিতে হাই কোর্টের নির্দেশ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার আলোকচিত্রী শহিদুল আলমকে কারাগারে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
স্বরাষ্ট্র সচিব ও আইজি প্রিজনসকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

শহিদুল আলমের স্ত্রী রেহনুমা আহমেদের করা একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সারা হোসেন ও জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সারা হোসেন পরে সাংবাদিকদের বলেন, “শহিদুল আলমকে প্রথম শ্রেণির ডিভিশন দিতে গত ২৭ অগাস্ট আমরা মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করেছিলাম। আদালত তখন ডিভিশনের আদেশ দিয়েছিলেন। কিন্ত গত কয়েকদিনেও তা প্রতিপালন হয়নি। তাই আমরা হাই কোর্টে আবেদন জানাই।

“সে আবেদনের শুনানি নিয়ে হাই কোর্ট শহিদুল আলমকে ডিভিশন দিতে নির্দেশ দিয়েছে। তাৎক্ষণিকভাবে তাকে এই ডিভিশন সুবিধা দিতে বলা হয়েছে।”

Powered by themekiller.com