Breaking News
Home / Breaking News / “স্বপ্নপরী” ———— মোসাঃ আজিজা খাতুন (নীপা মোনালিসা)

“স্বপ্নপরী” ———— মোসাঃ আজিজা খাতুন (নীপা মোনালিসা)

“স্বপ্নপরী”
————
মোসাঃ আজিজা খাতুন (নীপা মোনালিসা)

আমি মাধবীলতা,আমিই লাজুক লাবন্য,
আমিই রুপে -গুণে অনন্য।
আমার মাঝে আছে আকাশের বিশালতা,
যেখানে বাস করে
কবি,লেখক, গুণী,মনীষারা দূর করে
রাজ্যের বিষন্নতা।

আমি হাসলে লাল ঠোটে চাঁদ ওঠে,
সূর্য দোলে বাশঁবাগানে,
বঙ্গ সন্তান হাসে কোলে ওঠে।
আমি বনলতা, আমি বিরহী কালিদাসের প্রেয়সী,
আমার কালো চুলে মেঘ খুঁজে
হাজার পুরুষ হয় উদাসী।

আমি বীরাঙ্গনা, আমি কবির আঁকা মনালিসা,
আমার কষ্টে ৭১ স্বাধীনতা
আমাকে দেখেই উদিত শত ভাষা।
আমি পদ্ম, আমিই উজ্জিবিনী,
কালি,দুর্গা, স্বরস্বতী, লক্ষী, আমিই যামিনী।

আমিই দীক্ষা ,শিক্ষার ভাষা,
আমার যতনে রাজা,প্রজা, রাষ্ট্র
বাধে বুক করে আশা।
আমি ঘরে আলো, আমি অমানিশা,
শিক্ষক, কৃষক, শ্রমিকের ভালবাসা।

আমি বিশ্ব, আমি জাগ্রত পতাকার পতপত শব্দ,
আমার জন্য যুগে যুগে হায়নার হয়েছে জব্দ।
আমি সব পারি,পারি দূর করতে কান্না,
সব পেরেও ঝরে আমার চোখে পাহাড়ি ঝর্না।

আমি ললনা,আমি নিশুতি প্রভাত,
যার আচঁলে ছায়ায় সমরাঙ্গণ হয় শান্ত রাত।
আমাকে নিয়ে করে সমালোচনা, ভাবে পুতুল,
আমার সম্মানে লড়ে জাতি,লড়ে রাসূল।

ওগো আমি যে কন্যা, আমি যে মাতা, আমি তোমার বোন,
আমাকে আপন করেই সাজে
তোমাদের জীবন ভুবন।
আমি ভাসি, আমি নাচি, আমি খেয়া পাতার তরী,
আমাকে ভেবেই তোমার স্বপ্ন,
আমি যে সবার স্বপ্নপরী।

Powered by themekiller.com