Breaking News
Home / Breaking News / সমাজ ধর্ষিত ———— এম. আর হারুন

সমাজ ধর্ষিত ———— এম. আর হারুন

সমাজ ধর্ষিত
এম. আর হারুন
————————
বিভিষিকার আগুন জ্বলে না
গুপ্ত চরে নারী পুরুষের মহামিলন,
স্বইচ্ছিায় নরপশুরা শিশু ধর্ষন করে
নেইতো বিলীন, ধুম্রজালে পশুর মন।

আজকাল কে বাবা, কে শশুর
কে বা প্রেমের অভিনয়ে বিষন্ন,
হুশ নামক বেহুশ জ্ঞানহীনতা
কে শিশু বা কে কিশোরী তা আচ্ছন্ন।

সমাজ কি এগুতে থাকবে এভাবেই
নাকি ধর্ষিত সমাজে উল্লাস,
পুরুষ নামে মহা প্রয়ানে নারী অবেলা
চাইনা এমন বিশ্বাস।

এক হাতে তালি বাজে না জানি
কিন্তু অবুজ শিশুটি কেনো
ধ্বংসিত হচ্ছে নর পশুর যৌবনে,
কেনইবা লাশ হয়ে ফিরছে
বাড়ির উঠোনে কিংবা জঙ্গলে
শিশুটি খেলবে বাড়ির উঠোনে।

চকলেট কিংবা লিপষ্টিকের লোভে
ইজ্জত হারায়, প্রান হারায়,
বাঁশ বাগানে নিথর পড়ে লাশ
এ কেমন পরিবেশ আজকের পাড়ায়।

আজ আমরা নয়, সমাজ ধর্ষিত হচ্ছে
বিচারের নামে প্রহসন,
বিশ পঞ্চাশ হাজার টাকায় বিনিময়ে
পাড় পেয়ে যায় বিচারের আবাসন।

আমরা কি এখনো ঘুমের ঘরে আবদ্ধ
বিচারের দ্বারপ্রান্তে বছরের পর বছর,
হুমকি ধমকি আর প্রভাব শালীর
দাড়াতে পারিনা কোর্ট কিংবা শহর।

আর চাইনা
নারী শিশু কিশোরী মা জননীর কান্না
আর চাইনা কোনো পরিবারে,
আর চাইনা
ধর্ষিত সমাজের কালক্ষেপন
থাকনা বেঁচে শিশুটি আদরে।
১২/০২/১৯ ইং
( বর্তমান সমাজের কোষ্ঠকাঠিন্য লেখা আমার লেখাটা কতটুকু সফলতা আসবে তা সমাজই বলতে পারে)

Powered by themekiller.com