Breaking News
Home / Breaking News / জাপানে ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুনে নিহতের সংখ্যা বাড়ছে

জাপানে ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুনে নিহতের সংখ্যা বাড়ছে

জাপানে ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘জেবি’ দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে। এতে কমপক্ষে নয়জন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

এছাড়া এই ঘূর্ণিঝড়ের আঘাতে অঞ্চলটির যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং কানসাই আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার সেতুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুরের দিকে ঘূর্ণিঝড়টি প্রথমে তকুশিমা অঞ্চলের দক্ষিণাংশে আঘাত হানে।

এই ঘটনায় বুধবার সকালেই প্রায় ১২ লাখ মানুষের জন্য ত্রাণ তৎপরতা জারি করা হয়েছে। আগুন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা থেকে বলা হচ্ছে, ভয়াবহ এই ঘূর্ণিঝড় মোকাবেলায় ৩০ হাজার মানুষকে দুর্যোগ প্রতিহত করার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হলেও পর্যাপ্ত সহয়তা পাওয়া যাচ্ছে না।

প্রচণ্ড ঝড়ের জন্য প্রায় ২০ লাখ মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে। এবং অল নিপ্পন এয়ারওয়েজ’ ৩২০টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট এবং ‘জাপান এয়ারলাইনস’ ৮০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।এখনও বিমান বন্দরে ৩ হাজারের মতো মানুষ আটকা পরে আছে।
আবহাওয়ার বিভাগের প্রধান পূর্বাভাসকারী রিউতা কুরোরা বলেন, ঘণ্টায় ২১৬ কিলোমিটার বেগে টাইফুন জেবি জাপানের পশ্চিমাঞ্চল ওসাকাতে আঘাত হেনেছে। এটি ১৯৯৩ সালের পর জাপানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়।

এসময় দেশটির আবহাওয়া সংস্থা পশ্চিম ও উত্তর অঞ্চলে ভারী বৃষ্টিপাত, ঝড়ো হাওয়া এবং ভূমিধস হতে পারে বলে সতর্ক করে। এরপর মঙ্গলবার দুপুর দুইটার দিকে কোব শহরে আবারও ভূমিধস সৃষ্টি করে ঘূর্ণিঝড়টি।

ঘূণিঝড়ের জন্য জাপানের ওসাকা, কিয়োতো, নারা, হিয়োগো, কাগাওয়া, ইহিমে ও ওয়াকাইয়ামার কিছু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার কার্যক্রম শুরু হয়েছে।
সরকারে শীর্ষস্থানীয় মুখপাত্র ইওশিহিদে সুগা এসব অঞ্চলের বাসিন্দাদের দ্রুত সরে পড়ার আহ্বান জানান। সম্ভাব্য যেকোনও সঙ্কট মোকাবেলার জন্য সরকার সব ধরনের পদক্ষেপ নেবে বলেও উল্লেখ করেন তিনি।

ঘূর্ণিঝড়ের কারণে দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে তার কিয়ুসু অঞ্চল সফর বাতিল করেন।

Powered by themekiller.com