Breaking News
Home / Breaking News / “মেয়েদের কান্না কেউ বুঝে না।” ————মোসাঃ আজিজা খাতুন(নিপা মোনালিসা)

“মেয়েদের কান্না কেউ বুঝে না।” ————মোসাঃ আজিজা খাতুন(নিপা মোনালিসা)

গদ্য কবিতা…
“মেয়েদের কান্না কেউ বুঝে না।”
-মোসাঃ আজিজা খাতুন(নিপা মোনালিসা)

মেয়েদের বিছানার কান্না কেউ দেখে না,
কেউ বুঝেনা,কেউ তা জানে না।
দিনভর খাটুনি রাতভর যাতনা,
মেয়েদের কান্না কেউ
বুঝে না।

ছোট বেলায় –
মেয়ে হয়ে মেয়ের গর্ভে জন্মায়,
সেই মা নিজের অবহেলা মেয়ের উপর বর্তায়,
কাঁদে মেয়ে সে নিরালায়।
ছেলে হলে খুশি মেয়ে হলে খুশি না।
নানা বায়না চেয়েও পায় না,
ছেলেরা পেয়েও মন পূর্ন হয় না,
কান্নার বায়না বিছানা ছাড়ে না।
মেয়েদের কান্না কেউ বুঝে না।

দেখতে লাগে আদরের ফুটফুট লক্ষ্মী মেয়ে
বাবার কোলে নাচে চলে ধেয়ে ধেয়ে
একটু পরে বাপের আফসোস
কেন মেয়েটি ছেলে হলো না।
মেয়েদের কান্না কেউ বুঝে না।

বড় হলে বিয়ে দেবে
পাত্র কিনতে লাগে পণ,
মেয়ের পছন্দে মান সম্মান থাকে না,
যার তার ঘাড়ে চাপিয়ে দিয়ে
কর্তব্য শেষ, খুশি ঝরে ঝর্না।
সংসার আর আর বাপের বাড়ির চাপ-
স্টিমরোলারে পৃষ্ট মন;
থেকে যায় অপূর্ণ শত বায়না,
মেয়েদের কান্না কেউ বুঝে না।

রাত জেগে কান্নায় ভিজে বালিশ বিছানা
স্বামীর কথায়,শ্বশুড়-শ্বাশুড়ি কথায়
কখনো দেবর- ভাসুর,জা, ননদ- ননদুর কথায়,
পাড়াপড়শীর কথায় ,
বেদনার বিষ ভরে ব্যথায়,
রাত্রি চোখে ঘুম আসে না
মেয়েদের কান্না কেউ দেখে না।

স্বামী হবে পরম বন্ধু, কথা দেয় প্রথম রাতে
দেয়া কথা ভুলে করে জ্বালা যন্ত্রনা,
গোপনের অশ্রুজ্বলে হয় বন্যা;
মেয়েদের কান্না কেউ দেখে না।

গোপন মনের গোপন চাওয়ায়
নিশি কান্দে না পাওয়ায় যুদ্ধ করে জয় করবে তা
সমাজ, পরিবার,ধর্মের আবদ্ধতা,
পরাজিত হয় বানায় ঘরের বাধ্য কন্যা।
মেয়েদের কান্না কেউ বুঝেনা।

নবী করিম( সঃ) সহ,জ্ঞানী-গুণী-মনীষী,রাজা-পন্ডিত, যতজন,
মেয়েদের শান্তি, শৃংখলা,মুক্তির জন্য করেছে লড়াই সর্বক্ষণ!
তবু ক্ষনিকের পরে পেরেছে কয়েকজনের সমাধান,
ঘরে ঘরে মেয়েদের আজও নেই কোনো মান।
নানা অভাবে নানা ভাবে সয় হতাশা আর বঞ্চনা,
মেয়েদের কান্না কেউ বুঝে না।

Powered by themekiller.com