Breaking News
Home / Breaking News / ডিআরইউ সাবেক সভাপতি মোস্তাক হোসেন মারা গেছেন

ডিআরইউ সাবেক সভাপতি মোস্তাক হোসেন মারা গেছেন

অনলাইন ডেস্ক : ঢাকা রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি মোস্তাক হোসেন মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। সোমবার সকাল ১১টার দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে মৃত্যুবরণ করেন তিনি।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা রিপোর্টাস ইউনিটি চত্বরে বাদ জোহর তার মরদেহ আনা হবে। সেখানে জানাজা শেষে জাতীয় প্রেসক্লাবে তার মরদেহ নেওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে ঢাকায় তাকে সমাহিত করা হবে।

১৯৬০ সালের ২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি। তিনি সর্বশেষ কর্মরত ছিলেন দৈনিক ভোরের ডাক পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে।

গত ৩১ আগস্ট শুক্রবার অসুস্থ অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সিসিইউতে ভর্তি হন এই বিজ্ঞানমনস্ক, জ্ঞানপিপাসু সাংবাদিক। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

error: Content is protected !!

Powered by themekiller.com