Breaking News
Home / Breaking News / চাঁদপুরের উপজেলা নির্বাচনে মনোনয়ন প্রার্থী ২৩ জন

চাঁদপুরের উপজেলা নির্বাচনে মনোনয়ন প্রার্থী ২৩ জন

ষ্টাফ রির্পোটারঃ

জেলার উপজেলা পর্যায়ে বর্ধিত সভা করে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সম্ভাব্য প্রার্থীদের তালিকা দেয়া হয়েছে।
চাঁদপুর সদর উপজেলায় মনোনয়ন প্রত্যাশীরা হলেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী।

ফরিদগঞ্জ উপজেলায় মনোনয়ন প্রত্যাশীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবু সায়েদ সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোটেক জাহিদুল ইসলাম রোমান, আওয়ামী লীগ নেতা তোফায়েল আহম্মেদ ভূঁইয়া, আমির আজম রেজা, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাসেম।
মতলব উত্তর উপজেলায় মনোনয়ন প্রত্যাশীরা হলেন -উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু, জহিরাবাদ ইউপি আওয়ামী লীগের সভাপতি গাজী মোক্তার হোসেন।
মতলব দক্ষিণ উপজেলার মনোনয়ন প্রত্যাশীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ.এইচ.এম গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক বিএইচ.এম কবির আহম্মেদ, বর্তমান চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার।

শাহরাস্তি উপজেলার মনোনয়ন প্রত্যাশীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদ উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, পৌর আওয়ামী লীগের সাবেক আহবায়ক মো. রেজাউল করিম মিন্টু।
হাজীগঞ্জ উপজেলার মনোনয়ন প্রত্যাশীরা হলেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল মিয়াজী, সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিন, বর্তমান চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার।

কচুয়া উপজেলায় মনোনয়ন প্রত্যাশীরা হলেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী, বর্তমান ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. হেলাল উদ্দিন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম দাখিলের শেষ তারিখ ২৬ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ২৮ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ মার্চ ও ভোটগ্রহণ হবে ২৪ মার্চ।

Powered by themekiller.com