Breaking News
Home / Breaking News / কচুয়ায় যথাযত মর্যাদায় অমর একুশে দিবস পালিত

কচুয়ায় যথাযত মর্যাদায় অমর একুশে দিবস পালিত

অফিস প্রধান মফিজুল ইসলাম বাবুলঃ
কচুয়া উপজেলা প্রসাশন, মুক্তিযুদ্ধা সংসদ, রাজনৈতিক,শিক্ষা প্রতিষ্ঠানসহ সারকারি-বেসরকারি ও বিভিন্ন সামাজিক সংগঠন অমর একুশে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযত মর্যাদায় পালন করেছে। আজ বৃহস্পতিবার এ মহান দিবসে রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় শহিদ মিনারে চাঁদপুর জেলাপরিষদের সম্মানিত সদস্য ও কচুয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজ এবং স্থানিয় যুবলীগ-ছাত্রলীগের নেতৃবৃন্দ শহিদ্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প অর্পণ করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন পাটওয়ারী, ইউসুফ সফর আলী দারুল উলুম দাখিল মাদ্রাসার ম্যানেজিং পর্ষদের সভাপতি-কচুয়া উপজেলা আওয়ামীলীগের ত্রণ-দুর্যোগ বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম খোকা,মাদ্রাসার সুপার মাওঃ মনিরুজ্জামান, পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন বিএসসি ও রহিমানগর সারকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ন কবিরের নেতৃত্বে স্ব স্ব বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষার্থীরা যথাযত মর্যাদায় বিশাল বিশাল র্যালি এবং শহিদ মিনারে শহিদ্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প অর্পণ করেন। এদিকে রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে নব-গঠিত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে রহিমানগর টিচার্স ফাউন্ডেশন (আই,টি,এফ) কর্তৃক আয়োজিত মাতৃভাষার উপর কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। এ পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হেসেবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা আওয়ামীলীগের ত্রণ-দুর্যোগ বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম খোকা। এছাড়াও শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজের আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলাপরিষদের সদস্য সালাউদ্দিন ভূঁইয়া।

Powered by themekiller.com