Breaking News
Home / Breaking News / মহাসড়কে দূর্ঘটনা,চাঁদাবাজি ও হয়রানি রোধে এক মতবিনিময় সভা শহরের উত্তর তেমুহনী চত্ত্বরে অনুষ্ঠিত হয়।

মহাসড়কে দূর্ঘটনা,চাঁদাবাজি ও হয়রানি রোধে এক মতবিনিময় সভা শহরের উত্তর তেমুহনী চত্ত্বরে অনুষ্ঠিত হয়।

আরাফাত, লক্ষীপুর প্রধান ::
লক্ষ্মীপুর জেলা ট্রাফিক পুলিশের আয়োজনে জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন পি.পি.এম (সেবা)।
লক্ষ্মীপুর টি. আই (প্রশাসন) মামুন আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এ্যাড. নুর উদ্দীন চৌধুরী নয়ন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দীন টিপু, লক্ষ্মীপুর প্রেসক্লাব সভাপতি কামাল উদ্দীন হাওলাদার,লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন, লক্ষ্মীপুর বিআরটি এর সহকারী পরিচালক আনোয়ার হোসেন, লক্ষ্মীপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি নুর নবী চৌধুরী প্রমূখ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহ আলম,জেলা সিএনজি মালিক সমিতির সাধারন সম্পাদক নিশাদ ভূঁইয়া, জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সবু চৌধুরী, সিএনজি দক্ষিণ শাখা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান,জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের অর্থ বিষয়ক সম্পাদক রাকিব পাটোয়ারী,সিএনজি ড্রাইভার বাবুল হোসেন বাবলু, ট্রাক ড্রাইভার মাসুদ। মতবিনিময় সভায় সঞ্চালনা করেন টি আই দোলোয়ার হোসেন।
মতবিনিময় সভায় বক্তারা ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া সহজতর করার জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Powered by themekiller.com