Breaking News
Home / Breaking News / পেছানো হলো ১৬/১৭/১৮ এর এস এস সির পরীক্ষা

পেছানো হলো ১৬/১৭/১৮ এর এস এস সির পরীক্ষা

ষ্টাফ রির্পোটার ঃ বিশ্ব ইজতেমার কারণে চলমান এসএসসি’র সব বোর্ডের পরীক্ষা পেছানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক। ১০ ফেব্রুয়ারি রোববার রাতে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
জানা গেছে, আগামী ১৬, ১৭, ১৮ ফেব্রুয়ারি এসএসসির সব বোর্ডের পরীক্ষা পেছানো হয়েছে। ১৬ তারিখের পরীক্ষা হবে ২৬ তারিখ। ১৭ তারিখের পরীক্ষা ২৭ তারিখ এবং ১৮ তারিখের পরীক্ষা হবে ২ মার্চ।

গত ২ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। নিয়মিত ও অনিয়মিত মিলে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। আগামী ৫ মার্চ পর্যন্ত এসএসসি পরীক্ষা চলবে।

আর দাখিল পরীক্ষা চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। নকলমুক্ত পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে গত ২৭ জানুয়ারি থেকে সারাদেশের একমাসের জন্য সব কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকেও বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়।

Powered by themekiller.com