Breaking News
Home / Breaking News / ভিডিও গেমস খেলা বন্ধ হলে কি কমবে চোখের সমস্যা?

ভিডিও গেমস খেলা বন্ধ হলে কি কমবে চোখের সমস্যা?

সম্প্রতি চীনের অল্প বয়েসী ছেলেমেয়েদের মধ্যে চোখের সমস্যা একটি সাধারণ সমস্যা। এর মধ্যে কাছের দৃশ্য দেখতে সমস্যা হওয়া থেকে শুরু করে রয়েছে মাইওপিয়া পর্যন্ত।

মাইওপিয়া হলে মানুষের চোখের দৃষ্টি ক্রমে ক্ষীণ হতে থাকে।

সমস্যা এত প্রকট হয়ে উঠেছে যে অভিভাবকদের পাশাপাশি সরকারকেও এখন সেটিকে দৃষ্টি দিতে হচ্ছে।

কিন্তু যে সমাধান কর্তৃপক্ষ ভাবছে, তা বেশ অভিনব।

কর্তৃপক্ষ ভাবছে অল্প বয়েসী ছেলেমেয়েদের ভিডিও গেমস খেলার রাশ টেনে ধরতে হবে।

মানে হলো বয়সের ভিত্তিতে কে কতক্ষণ ভিডিও গেমস খেলতে পারবে তা নিয়ন্ত্রণ করা হবে।

সেই সঙ্গে রয়েছে কতগুলো গেমস ডাউনলোড করা যাবে, আর কতক্ষণ খেলা যাবে, তা নির্ধারণ করে দেবে কর্তৃপক্ষ।

Powered by themekiller.com