Breaking News
Home / Breaking News / পাঠ্যপুস্তক বোর্ডের গুদামে আনসারের গুলিবিদ্ধ লাশ

পাঠ্যপুস্তক বোর্ডের গুদামে আনসারের গুলিবিদ্ধ লাশ

গাজীপুরের টঙ্গীর মরকুনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর গুদামের টয়লেট থেকে এক আনসার সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

মো.জুনায়েদ (২৫) নামের ওই আনসার সদস্য রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা।

টঙ্গি থানা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, জুনায়েদ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর গুদামের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার উজালালপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

টঙ্গী থানার এসআই মো.আশরাফুল বলেন, “শনিবার রাত ১০টার দিকে জুনায়েদ তার কর্মস্থলে যান। ঘণ্টাখানেক পর জুনায়েদ টয়লেটে যাওয়ার পর তার সহকর্মীরা একটি গুলির শব্দ শুনতে পান । পরে তারা এগিয়ে গিয়ে জুনায়েদের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখেন।”

পরে খবর পেয়ে পুলিশ জুনায়েদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এসআই বলেন,“জুনায়েদ নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

Powered by themekiller.com