Breaking News
Home / Breaking News / ভালবাসা না প্রেম, নাকি অভিন্ন স্বত্বা♥

ভালবাসা না প্রেম, নাকি অভিন্ন স্বত্বা♥

ভালবাসা না প্রেম, নাকি অভিন্ন স্বত্বা♥

♥নিপুন জাকারিয়া♥♥♥

কেউ প্রেমে পড়ে , কেউ প্রেম করে, বাংলা গানের এই বাহারি প্রক্ষাপণে কেউবা প্রেম হারিয়ে আগুনে পুড়ে। আবার বিয়ের পালকিতে বউ কণে সেজে চলে যাওয়ায়, কেউবা একা নির্ভীতে কাধেঁ। পাওয়া না পাওয়া, ব্যর্থ ও স্বার্থক এবং আলো-আধাঁরের এই জগতে প্রতিটি মানুষের জীবনেই থাকে সুখ-দুঃখের কর্ষণ।

♥আদম-হাওয়া, লাইলী-মঞ্জু, সিঁড়ি -ফরহাদ থেকে শুরু করে, পৃথিবীতে অনেক নবী-রাসূল ও মনিষীরা ভিন্ন ভিন্ন পন্থায় প্রেম সর্গীয় প্রমান করেছেন। সেই অনুসারে ডিজিটাল যুগের বেশ কয়জন ছেলে-মেয়েকে, প্রেমের গভীরতা জানতে প্রেম না ভালবাসা প্রশ্নের উত্তরে ভালবাসা নামটির সু-পুষ্ট অবস্থান মেলে। প্রেম সম্পর্কে তাদের ধারনা ইতিহাস বা মুভিতেই সীমাবদ্ধকরণ। এ যুগের সাথে তাল মিলিয়ে তারা ভালবাসাকেই বেশি আগ্রহী।

♥ভালবাসা বলতে তারা, নবর্বষের বিয়ারের সাথে দেহ রঙ্গ আর ১৪ ফেব্রুয়ারি ফ্যাশনসম্মত পোষাক ধারন করে। কিংবা বাহারি রংঙের পাঞ্জাবি এবং পুরুষের অাকৃষ্টপচ্য নিজের শরীল প্রর্দশন করার যেনো মহা-উৎসবে এ শতাব্দীর ভালবাসার প্রমান মিলছে। যদিও এইসব ভালবাসার স্থায়ীকাল খুব সীমিত সময়ের জন্য। ♥

♥ভালবাসার তাপপ্রবাহে যেমন প্রেম হারিয়ে গেছে, তেমনি বয়ঃসন্ধিকালের কোমল হৃদয়ে ভালবাসার অঝুরে বন্যা বইতে শুরু করায়, পিতা-মাতা জন্য ছেলে-মেয়েদের ভালবাসা হ্রাস পাচ্ছে প্রতিনিয়ত। তারা আজ পিতা-মাতা সম্মান ও দায়িত্ব সম্পর্কে সন্ধিহান। বয়স্ক পিতা-মাতাকে একা ফেলে নিজের মতো করে, জীবিকা নির্বাহ করতে তারা আগ্রহী। যার ফলে তাদের শাসন করার মতো অভিবাবক না থাকায়, নারী বা পুরুষ উভয়েই নির্যাতনের শিকার হচ্ছে।

♥গত ২ ই ফেব্রুয়ারি দেশে পরকীয়ার মাত্রা বেড়ে যাওয়ায় জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করেছে, পুরুষ নির্যাতন পরিষদ। যা দেখে অনেকেই ব্যঙ্গ করলেও আধুনিক বিশ্ব যে নগ্নতার ভালোবাসায় সাগরে বিধ্বস্ত হচ্ছে, সেটাই মনে করছেন সমাজের সচেতন মহল। অতি নিকটে আসন্ন ভালবাসা দিবস, কালের বিবর্তনতত্ত্বে হায়িয়ে গেছে সাধনা, ফুল নিয়ে দাঁড়িয়ে থেকে কিংবা হেমিলওনের বাশিঁ আলার মতো সুর-ছড়িয়ে কাউকে ডাকতে হয় না। কয়জনকে সময় দিতে হবে তাই নিয়ে সময়গত সমস্য ভুগছেন অধুনিক ভালবাসা জনিত রোগে আকান্ত ভিকটিমরা। এবং রুম না পার্ক, হটেল না রেস্তরা, রিসোর্ট না গেষ্টহাউজ, ঠান্ডা না গরম এ ধরনের পছন্দ-অপছন্দের বিষয়গুলো তো থাকছেই।♥

ভালবাসা না প্রেম যাই বলি না কেনো, দুটিকে ভিন্নভাবে ছিন্নভিন্ন না করে, একই সূত্রধারে লিপিবিন্যাস করা জরুলী। দুটি সম্পর্কে ছেলে-মেয়েদের পাঠ্য বইয়ে লিপিবন্ধ না থাকায় তারা আজ অগ্র। তাই পিতা-মাতাসহ সমাজের প্রতিটি মানুষের ভালবাসা সম্পর্কে তাদের জানতে হবে। কোনটি প্রকৃতত্ব
ভালবাসা না প্রেম, নাকি সব মিলিয়ে এক অভিন্ন স্বত্বা।

Powered by themekiller.com