Breaking News
Home / Breaking News / বগুড়ায় হয়ে গেল অনলাইন পেশাজীবীদের প্রথম মিলনমেলা

বগুড়ায় হয়ে গেল অনলাইন পেশাজীবীদের প্রথম মিলনমেলা

বগুড়া প্রতিনিধি : শনিবার, ১লা সেপ্টেম্বর ২০১৮ তারিখে সকাল ৯টা থেকে দুপর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে বগুড়া পৌর পার্ক লাইব্রেরি হলরুমে অনলাইন প্রফেশনালসদের মিটাপ অনুষ্ঠিত হয়। বগুড়া অনলাইন প্রফেশনাল কমিউনিটি (বিওপিসি) কর্তৃক আয়োজিত উক্ত মিটাপে বগুড়া এবং আশেপাশের এলাকার ফ্রিল্যান্সার (মুক্ত পেশাজীবি), ইন্টারনেট মার্কেটার, আইটি উদ্যোক্তা, আইটি প্রফেশনাল সহ প্রায় ২০০ জনের উপস্থিতি মিলন মেলায় পরিণত করে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সেল্ফ হেল্প আইটি প্রতিষ্ঠাতা বুলবুল আহমেদ, তিনি তার বক্তব্যে বলছেন বগুড়ায় এই প্রথম অনলাইন পেশাজীবীদের নিয়ে আয়োজন, সকলের সহযোগিতা পেলে সামনে আরো বড় আকারে মিলনমেলা করা যাবে। এরপর একে একে মুক্ত পেশাজীবি এনামুল হক, মাহমুদুর রহমান মাসুম তাদের বক্তব্য কিভাবে অনলাইনে ইনকাম করা যায়, কি কি সম্ভবনা আছে, নিজেদের সাফল্য তুলে ধরেন। ওয়েব এ্যাপ ডেভেলপার রবিন ইসলাম তার বক্তব্যে মোবাইল এ্যাপ্সের মার্কেট, নিজের সফলতা, কিভাবে শুরু করা যায় তা নিলে আলোচনা করেন। ডিজিটাল মার্কেটার মুজতাহিদুল ইসলাম তার প্রজেন্টেশনে ডিজিটাল মার্কেট এবং ডিজিটাল প্রডাক্ট এর বর্তমান, ভবিষ্যত, কিভাবে আরো ভালো করা যায়, কিভাবে নিজের কমিউনিটিকে সহযোগিতা করা করা যার তা তুলে ধরেন। AI (এআই) প্রোগ্রামার আরিফুল ইসলাম তার নিজের সাফল্য, যারা প্রোগ্রামিং আসছেন তারা কি করবেন, প্রোগ্রামিং এর মার্কেট চাহিদা নিয়ে কথা বলেন। ওয়েব ডেভেলপার রিয়াজুল মাসুদ রিহাম তার বক্তব্যে মুক্তপেশাজীবিদের কাজের ধরন, চাহিদা, কিভাবে আরো ভালো করা যায় এবং বগুড়া অনলাইন প্রফেশনাল কমিউনিটি (বিওপিসি) আগামী ১ বছর এর কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রতি বছর ২ টা মিটাপ এবং ২টা কর্মশালার আয়োজনে সকলের সহযোগিতা চেয়ে তার বক্তব্য শেষ করেন। অল আইটি বিডি’র প্রতিষ্ঠাতা বায়েজীদ বোস্তামী অনলাইনের বিভিন্ন সম্ভবনার বিষয় নিয়ে আলোচনা করেন। এরপর নির্বাচিত প্যানেলের সাথে উপস্থিত সকলের সাথে ৩০ মিনিট ব্যাপি প্রশ্ন-উত্তর পর্ব চলে। সর্বশেষে অল বাংলা আইটির প্রতিষ্ঠাতা এ,এস,এম, শামসুজ্জোহা কবীর সকলকে উপস্থিত হবার জন্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী মিটআপে দেখা হবে এই বলে অনুষ্ঠান শেষ করেন।

Powered by themekiller.com