Breaking News
Home / আন্তর্জাতিক / ওবামার কণ্ঠে বাংলাদেশের প্রশংসা

ওবামার কণ্ঠে বাংলাদেশের প্রশংসা

কেনিয়ার রাজধানী নাইরোবিতে বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের প্রশংসা করেছেন বারাক ওবামা। কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার সঙ্গে বৈশ্বিক উদ্যোক্তা বিষয়ক এক যৌথ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এখানকার ডিজিটাল কর্মসূচির অগ্রগতির প্রশংসা করেন।

ওবামা বলেন, তথ্য-প্রযুক্তি খাতে  বর্তমানে ‘জিম্বাবুয়ে থেকে শুরু করে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। দৈনন্দিন জীবন এমনকি নির্বাচন পর্যন্ত এসব দেশে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রযুক্তিনির্ভর তথ্য প্রবাহ নিশ্চিত করতে, নির্বাচন পদ্ধতি ডিজিটালাইজড করতে বাংলাদেশ আর্ন্তজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রের এ প্রেসিডেন্ট আফ্রিকার দেশগুলোকে এসব উদ্যোগ অনুসরণের আহ্বান জানান।

প্রথমবারের মতো দুই দিনের রাষ্ট্রীয় সফরে কেনিয়ায় অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট।

error: Content is protected !!

Powered by themekiller.com