Breaking News
Home / Breaking News / ধর্মব্যবসায়ীদের কান্ডে মটর সাইকেল দুর্ঘটনায় ডান হাত ভেংঙ্গে গেলো কচুয়া জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের।

ধর্মব্যবসায়ীদের কান্ডে মটর সাইকেল দুর্ঘটনায় ডান হাত ভেংঙ্গে গেলো কচুয়া জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের।

অফিস প্রধান মফিজুল ইসলাম বাবুল,কচুয়াঃ
ধর্মব্যবসায়ীরা অর্থ উপার্যনের জন্য কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে বিভিন্ন সড়কে মাটি দিয়ে আইলেন সৃষ্টি করে ওয়াজ-মাহফিল,মসজিদ, মাদ্রসায় দান-খয়রাতের নামে ছোট ছোট শিশু ছাত্র যুবকদের দিয়ে টাকা কালেকশনের দৃশ্য মানুষের চোখে অহরহ পড়লেও কেউ প্রতিবাদ করছেনা। এসব কর্মকান্ডে ঘটনা-দুর্ঘটনাসহ জন-দুর্ভোগেরও অন্তঃনেই।
তেমনি এক বয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে ডান হাত ভেংঙ্গে গেলো কচুয়া উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের। তিনি জানান,গত ২৯ জানুয়ারি মঙ্গলবার বিকেলে শাহরাস্তি থেকে আশার প্রতিমধ্যে কচুয়া উপজেলার আশরাফপুর কাঠালবাগান নামক স্থানে হঠাৎ একটি ভেজা মাটির আইলেন দেখতে পায় এবং তার সামনে ওয়াজ-মাহফিলের দানের জন্য একটি ছেলে আশামাত্র তাকে বাঁচাতে গিয়ে মটর সাইকেলের ব্রেক ধরলেই দুর্ঘটনার শিকার হয়ে ওই কর্মকর্তার ডান হাত ভেংঙ্গে যায়। তিনি আরো জানান,বিষয়টি কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ কে অবগত করিয়েছেন।

Powered by themekiller.com