Breaking News
Home / Breaking News / কচুয়ায় ১২ টি তারা পাম্পের কোনো অস্তিত্ব নেই

কচুয়ায় ১২ টি তারা পাম্পের কোনো অস্তিত্ব নেই

অফিস প্রধান মফিজুল ইসলাম বাবল,কচুয়াঃ
কচুয়া উপজেলার পৌরসভাসহ ১২টি ইউনিয়নে ১শ”৫৪টি তারা পাম্পের মধ্যে ১২ টির অস্তিত্ব খুঁজে না পাওয়ায় বন্ধ রয়েছে বলে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর কর্মকর্তা মোঃ কামরুজ্জামান জানিয়েছেন। বাকী২১শ”৪২টি সম্প্রতি বছর থেকে জনসুবিধার্থে সরকারের নীতিমালা অনুযায়ী আর্সেনিক মুক্ত ৬নং-হেন্ড পাম্পযুক্ত গভির নলকূপ গ্রাহকদের মাঝে সর্বাহের মধ্যে চালু রয়েছে। এর মধ্যে উপজেলার সকল ১শ”৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আর্সনিকমুক্ত নলকূপ রয়েছে।
ওই কর্মকর্তা আরো জানান- কোথায়ও নলকূপ নষ্ট হলে গ্রাহক আমাদের কাছে অভিযোগ করলে সরকারের নিয়ম মোতাবেক তা মেরামত করে দেয়া হয়। তবে এ উপজেলায় ৪ জন মেকানিকের পরিবর্তে ২ জন রয়েছে। কেননা ২জন গত ৭/৮ মাস হয় চাকুরি থেকে অবসরে চলে গেছে। হয়ত এ জন্য কোনো গ্রাহকের নলকূপ নষ্ট হলে মেরামত করতে বিলম্ব হয়। অতিসিগ্রই ওই দুইজন মেকানিক নিয়োগ দেয়া হবে বলেও তিনি জানান।

Powered by themekiller.com