Breaking News
Home / Breaking News / সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

সিলেট প্রতিনিধিঃ

সিলেটে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। এতে কেঁপে ওঠে বাসা-বাড়ি। ওই কম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা ২৯ মিনিটে সিলেট অঞ্চলে এই মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ২ দশমিক ৯।
ঢাকা থেকে এর দূরত্ব ছিল উত্তর দিক থেকে ২৩৫ কিলোমিটার আর সিলেট থেকে ৪০ কিলোমিটার।
নগরীর কয়েকজন বাসিন্দা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে ভবন কেঁপে ওঠে। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এ সময় আতঙ্কে অনেককে ছোটাছুটি করতে দেখা গেছে।

Powered by themekiller.com