জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া ফকিরপাড়া গ্রামের হাছেন আলী ফকিরের ছেলে বীর মুক্তিযোদ্ধা আফছার আলী ফকির আর নেই (ইন্নালিল্ল¬াহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ১১নং সেক্টরে সেক্টর কমান্ডার আবু তাহেরের অধীনে দেশের জন্য যুদ্ধ করেছেন। তার গেজেট নং ১০৬। তিনি গত কয়েক মাস যাবৎ মরনব্যাধি ক্যান্সার রোগে ভুগছিলেন। মুক্তিযুদ্ধে জীবন বাঁজি রেখে ফিরে এলেও, ক্যান্সার সাথে যুদ্ধ করে তিনি হেরে গেলেন। তিনি গত ১ ফেব্র“য়ারি দুপুরে ঢাকা মহাখালী জাতীয় ক্যান্সার ইনস্টিটিউশনে চিকিৎসাধীন অবস্থায় মুত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ২ পুত্র ও ১ কন্যা ও অত্মীয়স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জীবন দশায় তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল¬াহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এমএ মান্নান খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।