Breaking News
Home / Breaking News / নিজেদের প্রতিষ্ঠান পরিষ্কার করবেন শিক্ষক-শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

নিজেদের প্রতিষ্ঠান পরিষ্কার করবেন শিক্ষক-শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

বিশেষ প্রতিনিধিঃ

বৃহস্পতিবার শিক্ষকমণ্ডলী ও ছাত্রছাত্রীরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার করার কাজে অংশ নেবেন। এই ভালো চর্চাটা আমাদের জীবনের অংশ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি । রাজধানীর আজিমপুরে অগ্রণী স্কুল ও কলেজে বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বলেন, ‘শিক্ষার পরিবেশ উন্নত করতে হবে। এজন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অন্যতম। প্রত্যেক সপ্তাহে সব শিক্ষা প্রতিষ্ঠানে এ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ হবে। এই ভালো চর্চাটা আমাদের জীবনের অংশ হয়ে যাবে। প্রতি বৃহস্পতিবার শিক্ষকমণ্ডলী, ছাত্রছাত্রীরা নিজেদের প্রতিষ্ঠান পরিষ্কার করার কাজে অংশ নেবেন। পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে মনও ভালো থাকে। ভালো কাজ করার উৎসাহ তৈরি হয়।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকারের সব ভালো উদ্যোগের সঙ্গে এ উদ্যোগটিও এগিয়ে যাবে এবং সফলতা লাভ করবে। প্রধানমন্ত্রী চান সবাই যেন সমান সুযোগ পায়, সবাইকে নিয়ে দেশ এগিয়ে যাবে।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। সন্ত্রাস-জঙ্গিবাদ থেকে শিক্ষার্থীরা দূরে থাকবে। বাল্যবিবাহও আমরা চাই না।’
অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন এবং অগ্রণী স্কুল ও কলেজের প্রধান শিক্ষক রেজাউজ্জামান ভূঁইয়া বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম উপস্থিত ছিলেন।

Powered by themekiller.com