Breaking News
Home / Breaking News / মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় দলের ত্যাগী নেতারাই উপজেলা নির্বাচনে মূল্যায়িত হবে …………আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল এমপি

মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় দলের ত্যাগী নেতারাই উপজেলা নির্বাচনে মূল্যায়িত হবে …………আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল এমপি

স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল এমপি বলেছেন, দলের ত্যাগী নেতারাই উপজেলা পরিষদ নির্বাচনে মূল্যায়িত হবে। নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার সকলেরই রয়েছে। প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা দলের ত্যাগী নেতাকর্মীদেরকে মূল্যায়ন করেই নৌকা প্রতীক উপহার দিবেন। আপনারা দলের মনোনীত প্রার্থীর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তিনি আরো বলেন, আসন্ন মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা পোষ্টার তৈরি করে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে স্বাধীনভাবে নিজ নিজ প্রচার-প্রচারণা চালাচ্ছেন। এটাই হচ্ছে গণতন্ত্র। আজ ৩১ জানুয়ারী বাংলাদেশ আওয়ামী লীগ মতলব দক্ষিণ উপজেলা শাখার বিশেষ বর্ধিত সভায় অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল। মতলব জে.বি. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ওয়ালি উল্লাহ পাটওয়ারী মিলনায়তনে আসন্ন মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের প্যানেল চূড়ান্ত করার লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের সকল কর্মকর্তা ও কার্যনির্বাহী সংসদের সদস্যবৃন্দ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং মতলব পৌর/ইউনিয়ন আওয়ামী লীগের সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকদেরকে নিয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় জেলার অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদ বাদল ও গীতা পাঠ করেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোটা. শ্যামল চন্দ্র দাস। এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি আলহাজ্ব মাইনুল ইসলাম খান নিখিল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রফিক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এসডু পাটওয়ারী, মোঃ শাহির পাটওয়ারী, এড. মজিবুর রহমান ভূঁইয়া, আইন বিষয়ক সম্পাদক এড. রুহুল আমিন, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান মোঃ রেজাউল করিম, লিয়াকত হোসেন প্রধান, আনিছুজ্জামান চৌধুরী, কাজল ভট্টাচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম টিপু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কিশোর কুমার ঘোষ, প্রচার সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী, দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক হানিফ চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম আলেক, শিক্ষা বিষয়ক সম্পাদক কমল পোদ্দার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকারসহ উপজেলা আওয়ামী লীগের সদস্যবৃন্দ ও অন্যান্য নেতৃবৃন্দ। সভায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের নাম প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে উপস্থাপন করা হয়। উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন-উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, বর্তমান উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু, উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ জহির সরকার, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ ফারুক পাটওয়ারী, সাবেক সংসদ সদস্য এম রফিকুল ইসলামের ছোট ভাই মোঃ তওফিকুল ইসলাম দেওয়ান, জাপান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার, সাবেক ছাত্রনেতা ইমামুল হক, এসএম জাভেদ হোসেন লাভলু। এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদেরকে সভায় পরিচয় করিয়ে দেওয়া হয়। সভার শুরুতেই উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এড. নুরুল আমিন রুহুল এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Powered by themekiller.com