Breaking News
Home / Breaking News / মেঘনায় একটি জাহাজের তলা ফেটে মালামাল নষ্ট

মেঘনায় একটি জাহাজের তলা ফেটে মালামাল নষ্ট

ষ্টাপ রির্পোটারঃ

বুধবার (৩০ জানুয়ারি) দিনগত রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুর লঞ্চঘাটের সন্নিকটে ভারতের হলুদিয়া বন্দর থেকে নারায়নগঞ্জ মেঘনা হুলসিম কোম্পানীর সিমেন্ট তৈরীর মালামাল নিয়ে যাওয়ার সময় নোঙ্গর অবস্থায় দূর্ঘটনায় পড়ে। আজ বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) ভোর ৫টার দিকে জাহাজটি পানিতে নিমোজ্জিত হয়ে যাচ্ছে দেখে পাড়ে এনে ভিড়িয়ে দেয় লঞ্চের মাষ্টার।
জাহাজের মাস্টার আসাদুজ্জামান জানান, গেল ২৩ জানুয়ারি ভারতের হলদিয়া বন্দর থেকে সাড়ে ৮শ’ টন সিমেন্টের অ্যাশ নিয়ে নারায়ণগঞ্জের মেঘনা বন্দরে আসছিলো জাহাজটি। তবে, চাঁদপুরের মেঘনায় পৌঁছলে, জাহাজটির তলা ফেটে যায়। এতে পানি ঢুকে নষ্ট হয় মালামাল।
জাহাজে থাকা ১১ জনের মধ্যে কেউই হতাহত হয়নি। তবে সম্পূর্ণ মালামাল পানিতে নষ্ট হয়ে যায়। বর্তমানে জাহাজটি উদ্ধারের জন্য চাঁদপুর নৌ ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে।

Powered by themekiller.com