Breaking News
Home / Breaking News / চাঁদপুর জেলা সমিতি ইউকে সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। ড. মহিউদ্দিন খান আলমগীর তার নিজের লেখা বই ” নোট ফরম প্রিজন” জসিম উদ্দিনের হাতে তুলে দেন

চাঁদপুর জেলা সমিতি ইউকে সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। ড. মহিউদ্দিন খান আলমগীর তার নিজের লেখা বই ” নোট ফরম প্রিজন” জসিম উদ্দিনের হাতে তুলে দেন

স্টাফ রিপোর্টারঃ
আওয়ামী লীগের দুরদিনের কান্ডারী চাঁদপুরের গর্ব কচুয়া উপজেলার কৃতি সন্তান দেশ বিদেশে সুনামধন্য ব্যক্তি ড. মহিউদ্দিন খান আলমগীর একজন সৎ নিষ্ঠাবান রাজনীতিবিদ যাহার জীবনে কখনও দুর্নীতির ছায়া নেই। তিনি যেই সব সংস্থার দায়িত্ব পেয়েছিলেন তা নিষ্ঠার সহিত পালন করছেন। কখনও দুর্নীতির কাছে মাথা নত করেনি। আওয়ামী লীগের দুঃসময়ে এই নেতা র আওয়ামী লীগের জন্য অনেক করেছেন। জনতার মঞ্চ এবং অনেক ইতিহাস অর্জন করেছে। সেই গুনী মানুষের সাথে আজ সকালে ওনার নিজ বাসভাবনে একান্ত সৈজন্য সাক্ষাত করেন চাঁদপুর জেলা সমিতি ইউকে সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। ড. মহিউদ্দিন খান আলমগীর তার নিজের লেখা বই ” নোট ফরম প্রিজন” জসিম উদ্দিনের হাতে তুলে দেন এবং কচুয়া সহ চাঁদপুরের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে অংশগ্রহণ করায় প্রশংসা করেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য কাজ করার বিষয়ে বিভিন্ন গঠনমূলক আলোচনা করেন কচুয়ার এই দুই কৃতি সন্তান।

উল্লেখ্য যে চাঁদপুর জেলা সমিতি ইউকে এর সহযোগিতায় মানবতায় নিজেকে বিলিয়ে দিতে চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সকল সদস্যগনের উদ্যোগে গত ২৪শে জানুয়ারী সকাল ১১ ঘটিকায় শীত বস্র বিতরন কর্মসূচী গ্রহন করা হয়ে। মানবতার দেয়াল নামে চাঁদপুরের কালিবাড়ি শপথ চত্বর ও চেয়ারম্যান ঘাটে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয় । উপস্থিত অসহাদের মাঝে কম্বল তুলে দিয়ে অানুষ্ঠানিক উদ্ভোধন করেন চাঁদপুরের সুযোগ্য পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম
অনলাইন প্রেস ক্লাবের সভাপতি শেখ মহসিনের সভাপতিত্বে প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক আশিক খানের পরিচালনায় উক্ত অনুষ্ঠান সম্পন্ন করা হয়। শীতবস্ত্র বিতরন কর্মসূচীতে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম,ইন্সপেক্টর মনির হোসেন।
অসহায়দের সহযোগিতায় নিজ উদ্যোগে চাঁদপুর জেলা সমিতি ইউকে এর সহযোগিতায় আরও ১০০০ কম্বল দেওয়ার পরিকল্পা গ্রহন করেন এই দানবীর।
জসিম উদ্দিন চাঁদপুরের কৃতি সন্তান লন্ডনে অক্সফোড কলেজ অফ এডুকেশ,ভিসা ওয়াল্ড সলিউশন, নিউট্রন এর পরিচালক এবং কেয়ার এন্ড লানিং ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে সাথে কাজ করে যাচ্ছেন।

Powered by themekiller.com