ডেস্ক প্রতিনিধিঃ
ভারতের উত্তর প্রদেশে ট্রাক চাপায় একই পরিবারের ৮ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে বেশ কয়েকজন।
মঙ্গলবার উত্তর প্রদেশের চানদাউল জেলার ইলিয়া গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক রাস্তার পাশের ঘরে ঢুকে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতরা দুর্ঘটনার সময় ঘরের ভেতরে ঘুমাচ্ছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার প্রকৃত কারণ বের করতে তদন্ত চলছে।