Breaking News
Home / Breaking News / চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় এর এসএসসি ব্যাচ 98 এর শিক্ষার্থীদের 20 বছর পর পুনর্মিলনী অনুষ্ঠিত

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় এর এসএসসি ব্যাচ 98 এর শিক্ষার্থীদের 20 বছর পর পুনর্মিলনী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার::চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় এর 1998 সালের এস এস সি ব্যাচ এর প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান সরকার আরিফ উল্লাহর নেতৃত্বে 20 বছর পর গত 25 শে জানুয়ারি 2019 ইং শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁ জাদুঘর এ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অর্ধশতাধিক প্রাক্তন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। দেশের বিভিন্ন স্থান থেকে সকল ছাত্র-ছাত্রী সকালে় সোনারগাঁ জাদুঘর এসে উপস্থিত হয়‌। “হারিয়ে যাই অতীতে, বন্ধুদের আহবানে” এই শ্লোগানে সকাল দশটায় পরিচয় পর্ব দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে কুশল বিনিময়, পারিবারিক খোঁজখবর ও মুক্ত আলোচনা করা হয়। তারপর সবাই তৎকালীন বাংলার রাজা বারো ভূঁইয়াদের অন্যতম রাজা ঈশা খাঁর রাজধানী শহর পানাম নগর প্রবেশ করেন। সেখানে প্রাচীন আমলের নির্মিত ভবন ও ঈশা খাঁর বিভিন্ন স্মৃতি বিজরিত বিভিন্ন জিনিস দর্শন করেন। পরে সেখান থেকে বের হয়ে বাংলাদেশ লোকশিল্প জাদুঘরে গিয়ে কালের বিবর্তনে হারিয়ে যাওয়া বিভিন্ন বস্তু দর্শন করেন। যা একজন বাঙালি নাগরিক হিসেবে জানা একান্ত কর্তব্য বলে মনে করেন তারা। দুপুরে পবিত্র জুম্মার নামাজ ও মধ্যাহ্ন ভোজ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠান গান, কৌতুক ও কবিতা আবৃতি ইত্যাদির মাধ্যমে মুখরিত হয়ে উঠে। পড়ে লটারি ড্র ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে বন্ধুদের নিয়ে মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় ডাঃ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে ও সরকার আরিফ উল্লাহ এবং আল আলমাস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাইদুল হক চৌধুরী, বশির উল্লাহ, বাবুল শিকদার, শরিফুল আলম, মহসিন কবির, মানিক মিয়াজী, শহিদুল ইসলাম খোকন, ফারহান পাখি, লাকি আক্তার, তাজমেরী মনি, আব্দুল হামিদ ঢালী, হুমায়ুন কবির, আফসার কামাল, মনজুর হোসেন, মাহবুবুর রহমান সেলিম, আবুল কাশেম, সাইফুল ইসলাম, আক্তার হোসেন, আতিকুর রহমান সোহান, কাওসার হোসেন মিয়াজী সহ আরো অনেকে। এ সময় অনেকেই আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। বক্তারা বলেন দীর্ঘ ২০বছর পর একসাথে মিলিত হতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান ও গর্বিত মনে করছি। বক্তারা আরো বলেন আনন্দ উপভোগের পাশাপাশি সবাই সবার অবস্থান থেকে সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত থাকার আশাবাদ ব্যক্ত করেন। ভবিষ্যতেও যেন এই মিলন মেলার আয়োজন চলমান থাকে সেই আশাবাদ ব্যক্ত করেন।

Powered by themekiller.com