Breaking News
Home / Breaking News / মুগদা হাসপাতালে সাংবাদিকের উপর হামলার অভিযোগ

মুগদা হাসপাতালে সাংবাদিকের উপর হামলার অভিযোগ

ষ্টাফ রির্পোটারঃ
রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সংবাদ সংগ্রহ করার সময় স্টাফদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বেসরকারি টিভি চ্যানেল আরটিভির সাংবাদিক সোহেল রানা ও ক্যামেরাম্যান নাজমুল হোসেন সায়মন। মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে হাসপাতালের গেটে দুই সাংবাদিকের ওপর হাসপাতালের স্টাফরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করেছে।

এ ব্যাপারে সোহেল রানা বলেন, ‘হাসপাতাল নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পর্যবেক্ষণের ফলোআপ দিতে এসেছিলাম। আমরা মুগদা হাসপাতালে প্রবেশের জন্য অনুমিত চাই। কিন্তু আমাদের অনুমতি দেওয়া হয়নি। এরপর বাইরে আমরা রোগীদের সাক্ষাৎকার নিতেছিলাম। এসময় হাসপাতালের স্টাফরা এসে অতর্কিত হামলা চালায়। পরবর্তীতে বিষয়টি আমরা থানা পুলিশকে জানাই। তারা এসে আমাদের উদ্ধার করে।’

তিনি আরও বলেন, ‘এই ঘটনায় আমি মুগদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। হাসপাতালের পরিচালকসহ অন্যান্য কর্মকর্তারা থানায় এসেছিলেন। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।’

জানা যায়, মুগদা হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, রোগীদের হয়রানি ও যথাযথ সেবা না পাওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন সোহেল রানা।
এ প্রসঙ্গে মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বলেন, ‘আমরা সোহেল রানার জিডি নিয়েছি। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। আমরা হাসাপাতালের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি।’

Powered by themekiller.com