Breaking News
Home / Breaking News / আবারও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আবারও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে উপজেলার জগদল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শ্রমিকের নাম মো. বাবু (২১)। তিনি হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের মরাধার গ্রামের একরামুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, ১০ থেকে ১২ দিন আগে ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথ জেলার নারায়ণ চন্দ্রের ইটভাটায় শ্রমিকের কাজ করতে যান বাবু। গতকাল বিকেলে কাজ শেষে বাড়ি ফেরার পথে রানীশংকৈল উপজেলার ধর্মগড় ও জগদল সীমান্তের ৩৭৩/২-এস পিলারের বিপরীতে পৌঁছালে শ্রীপুর ১৭১ বিএসএফের জওয়ানরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয়।
ঠাকুরগাঁওয়ে বিজিবির ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, ‘মৃত্যুর খবর জেনেছি, এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এ বিষয়ে মঙ্গলবার (আজ) দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।’ বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল তুহিন।
এর আগে ১৮ জানুয়ারি রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে বিএসএফের গুলিতে উপজেলার শাহানাবাদ গ্রামের জাহাঙ্গীর আলম রাজু (২১) ও ২২ জানুয়ারি হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে ডাঙ্গীপাড়া ইউনিয়নের তালডাঙ্গী গ্রামের জেনারেল (১৮) নিহত হন।
এ নিয়ে গত ১০ দিনে ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি নিহত হলেন।

Powered by themekiller.com