Breaking News
Home / Breaking News / বাবা ছেলের গল্প

বাবা ছেলের গল্প

জারিফ শাহরিয়ারঃ বাবা, আজকে হঠাৎ করে আমার টেবিল থেকে ইরেজারটা উধাও হয়ে গেছে। না আমার কোনো ফ্রেন্ডস নিয়েছে, না নীচে পড়েছে। আমি অনেক খুঁজেছি, পাইনি বাবা। স্কুল থেকে বের হওয়ার পর পানির ফ্লাস্কটা পড়ে ভেঙ্গে গিয়েছে। আমার সাথে আজ কেন এমন হচ্ছে, বাবা???

বাবাঃ সকালে ফজর নামাজের সময় তোমাকে ডেকেছিলাম, তুমি উঠনি। ঘুমিয়ে ছিলে। তাই হয়ত;

জারিফঃ কিন্তু আমিতো তোমার সাথে শুক্রবারে মসজিদে যাই। তাছাড়া বাসায়ও তোমার সাথে অন্য সময় নামাজ পড়ি।

বাবাঃ সকালে নামাজ পড়লে মন ভাল থাকে। ফ্রেশ থাকে। তাছাড়া আল্লাহ রহমত পাওয়া যায়। তখন আর এরকম কোনো কিছু ঘটে না। বিপদ আসতে নিলে, আল্লাহই তা অন্যদিকে ঘুরিয়ে দেন।

জারিফঃ ঠিক আছে, কাল থেকে আমাকে ডেকো। আমি তোমার সাথে ফজর নামাজ পড়ব।

বাবা ছেলের স্কুল থেকে রিকশায় বাসায় ফিরতে ১৫ মিনিট লাগে। তখন নানান কথোপকথন চলে। বাবার চেষ্টা ছেলেকে শিক্ষনীয় কিছু শেখানো। ছেলের চেষ্টা বাবার কাছাকাছি থাকা। আরো কিছু শেখা। ভালো কিছূ শেখা।

(বাংলারমুখ সম্পাদক মন্ডলীর সভাপতি শাহরিয়ার পলাশ এর পোষ্ট থেকে সংগৃহীত)

Powered by themekiller.com