Breaking News
Home / Breaking News / হাসান অালী সরকা‌রি উচ্চ বিদ্যাল‌য়ের বা‌র্ষিক মিলাদওে দোয়া

হাসান অালী সরকা‌রি উচ্চ বিদ্যাল‌য়ের বা‌র্ষিক মিলাদওে দোয়া

অ‌ভি‌জিত রায় ।। হাসান অালী সরকা‌রি উচ্চ বিদ্যাল‌য়ের এএস‌সি পরিক্ষার্থী‌দের বিদায় ও বা‌র্ষিক মিলাদ ও দোয়া অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বিদ্যালয় প্রাঙ্গ‌ণে ২৯ জানুয়া‌রি সোমবার সকা‌লে অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন বিদায়ল‌য়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হো‌সে‌ন।

সহকা‌রি শিক্ষক অা‌তিক উল্লার প‌রিচালনায় মিলাদ ও দোয়া প‌রিচালনা ক‌রেন ধর্মীয় শিক্ষক মাওলানা জ‌হিরুল ইসলাম।
বক্তব্য রা‌খেন দিবা শাখার সহকা‌রি প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হো‌সেন পাটওয়ারী, সি‌নিয়ন শিক্ষক মঞ্জুলুর অালম, দশম শ্রে‌ণির শ্রে‌ণি শিক্ষক অা‌মিনুল হক, শিক্ষার্থী‌দের পক্ষে বক্তব্য রা‌খেন অাফসার মাহামুব খান।

Powered by themekiller.com