Breaking News
Home / Breaking News / মাতৃপীঠ সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ্যাল‌য়ের এসএস‌সি পরীক্ষার্থী‌দের বিদায়

মাতৃপীঠ সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ্যাল‌য়ের এসএস‌সি পরীক্ষার্থী‌দের বিদায়

অ‌ভি‌জিত রায় ।। মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ব‌লেন, এ বিদ্যাল‌য়ের ছাত্রীরা অত্যন্ত ভদ্র নম্র ও দক্ষ। তোম‌দের উপর এ বিদ্যাল‌য়ের সুনাম ও মর্যাদা রক্ষার দাুয়িত্ব তোমা‌দের। অার তার জন্য তোমা‌দের উচ্চ শিক্ষায় শিক্ষিত ও অা‌লো‌কিত হ‌য়ে মাদকমুক্ত, বল্য বিবাহ মুক্ত, দূ‌র্নিতী মুক্ত সমাজ গঠ‌নে অগ্রণী ভূ‌মিকা রাখ‌বে।
‌তি‌নি অা‌রো ব‌লেন, অামরা এক সময় দূ‌রে হি‌য়ে লাই‌ব্রেরী থে‌কে বই কিনে পড়‌তে হ‌বো। বর্তমা‌নে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে বছ‌রের প্রথ‌মে বিনামূ‌ল্যে নতুন বই বিদ্যালয়‌ থে‌কে পাও। অাজ সর্ব‌ক্ষে‌ক্রে নারীরা এ‌গি‌য়ে যা‌চ্ছে তাই তোমরাও সেইভা‌বে গ‌ড়ে ও‌ঠো।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো: মাসুদুর রহমানের প‌রিচালনায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো: শফিউদ্দিন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রান কৃষ্ণ দেবনাথ, সহকারী প্রধান শিক্ষিকা আলেয়া ফেরদৌসী।

এছাড়াও অধ্যায়নরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে তাহসিন আক্তার অর্মি, মাশাবি নূর, মানুসুরা আক্তার ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যায়নরত শিক্ষার্থীদের পক্ষে দশম শ্রেনীর বিজ্ঞান শাখার তাসনিয়া হোসেন দ্রুতি, জান্নাতুল মাওয়া বক্তব্য রাখেন।
মানপত্র পাঠ করে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে জান্নাতুল মাওয়া ও অধ্যায়নরত শিক্ষার্থীদের পক্ষে দশম শ্রেনীর আমেনা আফরোজ।

মিলাদ পরিচালনা করেন আলী রাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো: ইসমাঈল হোসেন, মো: আল আমিন ও মো: মনির হোসাইন।

অনুষ্ঠানের শুরু‌তে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করে দশম শ্রেনীর ছাত্রী সানজিদা আফরিন, রিপা তাসপিয়া ও জান্নাতুল মাওয়া।
হামদ ও নাত করে পঞ্চম শ্রেনীর ইসরাত জাহান, সপ্তম শ্রেনীর তাসনিয়া তাবাস্সুম ও দশম শ্রেনীর তাসনিয়া ইসলাম।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন বিদ্যাল‌য়ের শিক্ষক ইস্কান্দার মির্জা, সহকা‌রি শিক্ষক অাসমা অাক্তার, অাব্দুল অাউয়াল, ফজলুল হক, চাঁদ সুলতানা, নীহার কা‌ন্তি চক্রবর্তী, তনুশ্রী ভৌ‌মিক প্রমূখ।

Powered by themekiller.com