Breaking News
Home / Breaking News / মাতৃপীঠ সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ্যাল‌য়ের বা‌র্ষিক ক্রীড়া প্র‌তি‌যো‌গিতা

মাতৃপীঠ সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ্যাল‌য়ের বা‌র্ষিক ক্রীড়া প্র‌তি‌যো‌গিতা

অ‌ভি‌জিত রায় ।। মাতৃপীঠ সরকা‌রি বা‌লিকা উচ্চ বিদ্যাল‌য়ের বা‌র্ষিক ক্রীড়া প্র‌তি‌যো‌গিতা ও পুরষ্কার বিতরণ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। ২৮ জানুয়া‌রি সোমবার সকা‌লে বিদ্যালয় প্রঙ্গ‌ণে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা উ‌ত্তোলন ও শা‌ন্তির প্রতীক পায়রা উ‌ড়ি‌য়ে ক্রীড়া প্র‌তি‌যো‌গিতার অানুষ্ঠা‌নিক উ‌দ্বোধন ক‌রেন প্রধান অ‌তি‌থি জেলা‌ প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।

‌বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহার সভাপতিত্বে বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব্য রা‌খেন পু‌লিশ সুপার জিহাদুল ক‌বির পি‌পিএম, অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও অাই‌সি‌টি)মোঃ মইনুল হাসান স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মু‌ক্তি‌যোদ্ধা ‌সৈয়দা ডাঃ বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লা‌বের সাধারন সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর।

‌বিদ্যাল‌য়ের সহকা‌রি শিক্ষক মোঃ মাসুদুর রহমা‌ন, কামরুল হাসান গাজী ও র‌ফিকুল ইসলামের যৌথ প‌রিচালায় উপ‌স্থিত ছি‌লেন জেলা প্রশাস‌কের স্বধ‌র্মিনী হে‌লেনা পারভীন, সদর উপ‌জেলার মাধ্য‌মিক শিক্ষা কর্মকর্তা এ কে এম সাইফুল হক, চাঁদপুর প্রেসক্লা‌বের সভাপ‌তি শহীদ পাটওয়ারী, সা‌বেক সভাপ‌তি গোলাম কিব‌রিয়া জীবন,সা‌বেক সাধারন সম্পাদক শরীফ চৌধুরী, বি এম হান্নান, হা‌ফেজ মাহমুদা পৌর বা‌লিকা উচ্চ বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক সুরাইয়া বেগম,

অনুষ্ঠা‌নের শুরু‌তে প‌বিত্র ‌কোরঅান তে‌লাওয়াত ক‌রেন দশম শ্রে‌ণির ছাত্রী জান্নতুল রহমান ও গীতা পাঠ ক‌রেন দশম শ্রে‌ণির ছাত্রী উ‌র্বি সাহা। শপথ পাঠ করান দশম শ্রেণির ছাত্রী রাইসা।

Powered by themekiller.com