Breaking News

মতলব সরকারি ডিগ্রি কলেজে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ ও জঙ্গীবাদ বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শ্যামল চন্দ্র দাস ঃ মতলব সরকারি ডিগ্রি কলেজে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ ও জঙ্গীবাদ বিরোধী সচেতনতামূলক সভা আজ ২৭ জানুয়ারী বেলা ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মতলব সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও ইংরেজী বিভাগের অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মতলব সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক জিএম হাবিব খান, রসায়ন বিভাগের অধ্যাপক মোঃ মোশারফ হোসেন, বাংলা বিভাগের অধ্যাপক আইননু নাহার কাদরি, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস, কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র তানভীর তুষার। সচেতনতামূলক সভায় প্রধান অতিথি মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল বলেছেন, আমাদের সমাজ থেকে মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ ও জঙ্গীবাদ দূর করতে হবে। এজন্য আমি সকলের সহযোগিতা চাই। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যত। সু-শিক্ষায় শিক্ষিত হয়ে, দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখবে। তিনি আরো বিস্তারিত বিষয়ে বক্তব্য রাখেন। এ সময় কলেজের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে বিকেলে নারায়ণপুর ডিগ্রি কলেজেও মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ ও জঙ্গীবাদ বিরোধী সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল। এছাড়াও কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ বক্তব্য রাখেন।

Powered by themekiller.com