Breaking News
Home / Breaking News / মতলব দক্ষিণ উপজেলা অফিসার্স ক্লাব কুমিল্লা বার্ডে বনভোজনে

মতলব দক্ষিণ উপজেলা অফিসার্স ক্লাব কুমিল্লা বার্ডে বনভোজনে

স্টাফ রিপোর্টার ঃ মতলব দক্ষিণ উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে আজ ২৬ জানুয়ারী কুমিল্লার বার্ডে বনভোজন অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে সড়ক পথে বোগদাদ বাসে কুমিল্লার বার্ডের উদ্দেশ্যে রওনা হন। বনভোজনের নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম। বনভোজনে স্বপরিবারে অংশগ্রহণ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা লেডিস ক্লাবের সভাপতি ডা. ফাইরুজ হুমায়রা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মাহাবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিলরুবা খানম, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল বারেক, উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, উপজেলা শিক্ষা অফিসার একেএম শহিদুল হক মোল্লা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমিন, উপজেলা সমবায় অফিসার মোখলেছুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আবুল হাসানাত, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ ত ম বোরহান উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা নির্বাচন অফিসার আবু জাহের ভূঞা, উপজেলা খাদ্য কর্মকর্তা মহিউদ্দিন, উপজেলা ইউআরসি কর্মকর্তা রাশেদা আতিক রোজী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান, উপ-সহকারী প্রকৌশলী কামরুল হাসান, ইউএনও এর সিএ মোঃ ফারুক হোসেন, উপজেলা চেয়ারম্যানের সিএ রিয়াজ সরকারসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। কুমিল্লা বার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান অফিসার্স ক্লাবের নেতৃবৃন্দরা পরিদর্শন করেন। পরে মধ্যাহ্নভোজসহ বিভিন্ন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উৎসব ও আনন্দমুখর পরিবেশে এ বনভোজন অনুষ্ঠান সম্পন্ন হয়। রাত ৮টায় সড়ক পথে মতলবের উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১১টায় পৌঁছেন।

Powered by themekiller.com