Breaking News
Home / Breaking News / নিখোঁজের পর গণধর্ষণ মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নিখোঁজের পর গণধর্ষণ মামলার আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঁঠালিয়ায় গণধর্ষণ মামলার আসামি সজল জোমাদ্দারের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার বিনাপানি গ্রামের একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সজল পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার নদমুলা গ্রামের আবুল হোসেন জোমাদ্দারের ছেলে।

সজল ভাণ্ডারিয়া থানার একটি গণধর্ষণ মামলার প্রধান আসামি ছিলেন।

কাঁঠালিয়া থানার ওসি এনামুল হক জানান, দুপুরে বিনাপানি গ্রামের একটি মাঠে সজলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের বুকে লেমিনেটিং করা একটি কাগজে লেখা ছিল তার নাম সজল। তার মাথার দুই পাশে দুটি গুলির চিহ্ন রয়েছে।

ওসি জানান, সজল মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলার আসামি। ধর্ষণের কারণে তার এই পরিণতি।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি বেলা ১১টার দিকে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার নদমুলা গ্রামের বাড়ি থেকে পাশের হেতালবুনিয়া নানা বাড়ি বেড়াতে যাওয়ার পথে এক মাদ্রাসাছাত্রীকে তুলে নিয়ে পানের বরজের ভেতর গণধর্ষণ করা হয়। এ মামলায় সজলকে প্রধান আসামি করে ১৪ জানুয়ারি ভাণ্ডারিয়া থানায় একটি মামলা দায়ের হয়। মামলার পর থেকেই সজল জোমাদ্দার নিখোঁজ ছিল।

Powered by themekiller.com