ষ্টাফ রির্পোটারঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে ৯৫ বছরের বৃদ্ধা এক মুমূর্ষু মায়ের শেষ ইচ্ছা ছিলো যেন মৃত্যুর আগে তার বাক-প্রতিবন্ধী ছেলেকে একনজর দেখে যেতে পারেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, দীর্ঘদিন চেষ্টা তদবির করেও জেলে আটক ছেলেকে না দেখার ব্যথা নিয়ে গতকাল শুক্রবার চলে গেলেন না ফেরার দেশে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ১৯ ডিসেম্বর রাতে উপজেলার জামাইল গ্রামের নিজ বাড়ি থেকে হোসেনপুর থানা পুলিশ একটি গায়েবি মামলায় আটক করে নবি হোসেন নামে বাক-প্রতিবন্ধী এক বিএনপি কর্মীকে। অদ্যবধি তার জামিন না হওয়ায় কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি রয়েছেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে জেলে থাকায় অসুস্থ মায়ের দেখভাল করার মতো সংসারে কেউ ছিলো না।
ছেলেকে দেখার জন্য ৯৫ বছরের বৃদ্ধা ও গুরুতর অসুস্থ সেই মা রহিমা খাতুনের আকুতিসহ চিকিৎসার সব কাগজপত্র দেখিয়ে মানবিক জামিনের আবেদন করলেও জামিন মেলেনি। এমনকি মায়ের মৃত্যুর পর লাশ দেখার জন্য প্যারোলে জামিনের আবেদন করেও সাড়া মেলেনি।
বিষয়টি এলাকায় সব শ্রেণী-পেশার মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে।