Breaking News
Home / Breaking News / মতলব দক্ষিণের ডিঙ্গাভাঙ্গা গ্রামে শিশু ধর্ষনের অভিযোগ ॥ থানায় মামলা ॥ ধর্ষক আটক

মতলব দক্ষিণের ডিঙ্গাভাঙ্গা গ্রামে শিশু ধর্ষনের অভিযোগ ॥ থানায় মামলা ॥ ধর্ষক আটক

মতলব অফিস ঃ মতলব দক্ষিণ উপজেলার উত্তর ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা গ্রামে ৪ বছরের এক শিশু ধর্ষনের স্বীকার হয়েছে বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ধর্ষক নাঈম হাসান (১৬) কে আটক করেছে পুলিশ। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারী ডিঙ্গাভাঙ্গা গ্রামের এক শিশু তার নিজ ঘরে খেলাধুলা করছিল। শিশুটির মা তার সন্তানকে ঘরে রেখে বাহিরে সংসারের কাজ কর্ম নিয়ে ব্যস্ত ছিল। এ সুযোগে পাশ্ববর্তী বাড়ীর মৃত আলাউদ্দিন বেপারীর ছেলে নাঈম হাসান ঐ শিশুটি ঘরে একা পেয়ে বিভিন্ন প্রলোভন দিয়ে ধর্ষন করে। শিশুটি ডাক চিৎকার দিলে ধর্ষক নাঈম হাসান দ্রুত পালিয়ে যায়। বিষয়টি এলাকার একটি স্বার্থান্বেষী মহল ধামাচাপা দেওয়া এবং ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করে। এলাকায় বিচার না পেয়ে গত ২৪ জানুয়ারি সকালে শিশুটির মা আসমা আক্তার বাদী হয়ে নাঈম হাসানের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। পরে পুলিশ ঐ এলাকা থেকে ধর্ষক নাঈম হাসানকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদ জানান, মামলা হওয়ার পর পরই আসামীকে আটক করা হয়। এছাড়া ধর্ষনের স্বীকার শিশুটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মেডিকেল চেকআপের চাঁদপুরে প্রেরণ করা হয়।

Powered by themekiller.com