Breaking News
Home / Breaking News / সতেরশ টন গম নিয়ে ডুবল খাজা বাবা ফরিদপুরী

সতেরশ টন গম নিয়ে ডুবল খাজা বাবা ফরিদপুরী

বিশেষ প্রতিনিধিঃ

গম নিয়ে ডুবে গেল খাজা বাবা ফরিদপুরী নামের একটি জাহাজ। বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ বড় জাহাজ থেকে সতেরশ টন গম নিয়ে নারায়ণগঞ্জ যাওয়ার পথে জাহাজটি ডুবে গেছে । বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ভাসানচর এলাকায় জাহাজটি ডুবে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপ-পরিচালক মো. সেলিম জাহাজডুবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভাসানচর ১ নম্বর বয়া থেকে ১ নটিক্যাল মাইল পূর্ব দিকে ডুবে যায় ‘খাজা বাবা ফরিদপুরী’ নামের লাইটার জাহাজটি। ওই জায়গায় গভীরতা কম থাকায় বিআইডব্লিউটিএর নিয়ম রয়েছে জোয়ার শুরুর ৩ ঘণ্টা পর জাহাজ চালানোর। বৃহস্পতিবার জোয়ার শুরু হয় সকাল ১০টার দিকে। জাহাজটি ওই পথ অতিক্রমের চেষ্টা করে সাড়ে ১১টার দিকে। পানি কম থাকায় জাহাজটি প্রথমে চরে আটকে যায়। পরে পানি বাড়লে সেটি ডুবে যায়।
তিনি জানান, ওই জাহাজের ১৩ জন নাবিকের মধ্যে ১২ জনকে উদ্ধার করা হয়েছে। ১ জন নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে নৌবাহিনী ও কোস্টগার্ড তল্লাশি চালাচ্ছে। চাঁদপুর থেকে বিআইডব্লিউটিএর একটি জাহাজ রওনা দিয়েছে দুর্ঘটনার স্থানটি মার্কিং করে দেওয়ার জন্য। এই রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছিল।

Powered by themekiller.com