Breaking News
Home / Breaking News / পেট্রলবোমায় ভ্যানচালককে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

পেট্রলবোমায় ভ্যানচালককে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

বিশেষ প্রতিনিধিঃ বৃহস্পতিবার রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০১৫ সালে পেট্রলবোমা হামলা করে কাভার্ডভ্যানের চালক শিপন হোসেনকে (৩০) হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ আদেশ দিয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—শিবগঞ্জের বিয়েনবাজার গ্রামের মহসিন রেজার ছেলে ফেরদৌস আহমেদ, কানসাট শিকারপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মামুন আলী ওরফে আপেল, রসুলপুরের মেরাজ উদ্দিনের ছেলে আবু বাক্কার সিদ্দিক, শিয়ালমারা গ্রামের সাদিকুল ইসলামের ছেলে আবু সাঈদ ওরফে সায়েম এবং কানসাট গোপালনগর মোড়ের হযরত আলীর ছেলে মো. তোফায়েল। দণ্ডপ্রাপ্তরা সবাই বিএনপি-জামায়াতের নেতাকর্মী। তাঁদের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া আলাদা আরেকটি ধারায় তাঁদের ১০ বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই অর্থ অনাদায়েও তাঁদের আরো এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলায় অভিযোগভুক্ত আসামি ছিলেন ৫৪ জন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য ৪৯ জন বেকসুর খালাস পেয়েছেন। রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, দেশব্যাপী হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ মার্চ ভোরর…

Powered by themekiller.com