স্টাফ রিপোর্টার ঃ মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর সাহেব বাজারে স্থানীয় লোকজন কর্তৃক ধৃত প্রেমিক-প্রেমিকা। দিনভর চলে বহু জল্পকল্পনার পর অতঃপর বিয়ে অনুষ্ঠিত হয়। জানা যায়, স্থানীয় লোকজন কর্তৃক চাপ সৃষ্টি করলে প্রেমিক মোঃ জিসান বিয়েতে রাজি হন। প্রেমিকের পিতা নারায়ণপুর বাজারের তৈল ব্যবসায়ী মোঃ হারুন। গত ২২ জানুয়ারী ব্যবসায়ীর নিজ বাসায় তাদের আটক করা হয়। নারায়ণপুর সাহেব বাজারের তৈল ব্যবসায়ী মোঃ হারুন মিয়ার ছেলে জিসানের সাথে নারায়ণপুর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। জিসান প্রায় সময় প্রেমিকাকে নিয়ে জীবন সংগ্রামের প্রায় সময়ই কাটাতো। প্রেমিক-প্রেমিকার একসাথে সময় কাটানোর প্রতিচ্ছবি স্থানীয় লোকজনের দৃষ্টিগোচরে পড়লে তাদেরকে একটি কক্ষ থেকে আটক করে। আটকের ঘটনাটি চারদিকে ছড়িয়ে পড়লে প্রেমিকের পিতা ব্যবসায়ী মোঃ হারুন মিয়ার বাসার সামনে শত শত উৎসুক জনতা ভীড় জমায়। এদিকে প্রেমিক জিসান আটকের ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য পিতা হারুন মিয়া কৌশলে ছেলের প্রেমিকাকে সড়িয়ে দিতে চাইলে স্থানীয় লোকজনের বাঁধার কারণে তা সম্ভব হয়নি। পরে স্থানীয় লোকজন ঘটনাটি মতলব দক্ষিণ থানা পুলিশকে অবহিত করলে থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। এক পর্যায়ে প্রেমিক-প্রেমিকার আটকের ঘটনাটি নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নেতৃবৃন্দরা প্রেমিক-প্রেমিকার অভিভাকদের সাথে আলোচনার ভিত্তিতে ৫ লক্ষ টাকা দেন মোহর ধার্য করে বিয়ের সিদ্ধান্ত নেন। বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।