Breaking News
Home / Breaking News / চেক চুরির মামলায় আইনজীবী রিমান্ডে

চেক চুরির মামলায় আইনজীবী রিমান্ডে

আদালত প্রতিবেদকঃ

বিচারাধীন এক মামলা থেকে ৫০ লাখ টাকার চেক চুরির মামলায় শামছুন্নাহার নামের এক আইনজীবীকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মো. মঈনুল ইসলাম এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. নাহিদুর রহমান গ্রেপ্তার হওয়া আসামি শামছুন্নাহারকে আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
নথি থেকে জানা যায়, গত ২১ জানুয়ারি একটি বিচারাধীন মামলায় নিয়োজিত আইনজীবী শামছুন্নাহার একটি নথি দেখতে যান। নথি দেখার সময় তিনি কৌশলে ৫০ লাখ টাকার চেক ছিড়ে নিয়ে যান। আদালতের কর্মচারীরা এই ঘটনা দেখতে পেয়ে আইনজীবীকে প্রশ্ন করলে তিনি তড়িঘড়ি করে আদালত ত্যাগ করেন। এ ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় দণ্ডবিধির ৩৮০/২০১ ধারায় মামলা করা হয়।

Powered by themekiller.com