Breaking News
Home / Breaking News / সুস্থ্য হয়ে উঠছেন এরশাদ

সুস্থ্য হয়ে উঠছেন এরশাদ

ঢাকা প্রতিনিধিঃ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে আছেন।
এইচ এম এরশাদের একান্ত সচিব মেজর (অব.) খালেদ আখতার জানিয়েছেন, আজ বৃহস্পতিবার সকালের নাস্তা ও দুপুরের খাবার নিজ হাতে খেয়েছেন চেয়ারে বসেই। রুমে ও ব্যালকনিতে পায়চারিও করেছেন।
খালেদ আরো জানান, সময়মত ওষুধ খাচ্ছেন এইচ এম এরশাদ।
গত মঙ্গলবার এইচ এম এরশাদের ভাই ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের জানান, এইচ এম এরশাদের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। কয়েকদিনের মধ্যে তিনি শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২০ জানুয়ারি সিঙ্গাপুর যান এইচ এম এরশাদ। খালেদ আখতার ছাড়াও এরশাদের সঙ্গে আছেন তাঁর ছোট ভাই হুসেইন মোর্শেদ এবং মোর্শেদের স্ত্রী রুখসানা খান মোর্শেদ।

error: Content is protected !!

Powered by themekiller.com