Breaking News
Home / Breaking News / এডভোকেট জেসমিন সুলতানা সংরক্ষিত মহিলা সংসদ সদস্য

এডভোকেট জেসমিন সুলতানা সংরক্ষিত মহিলা সংসদ সদস্য

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রিয় মুখ এডভোকেট জেসমিন সুলতানা আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের একজন প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন। তিনি বাংলাদেশ আওয়ামীলীগের আইন বিষয়ক উপ- কমিটির সদস্য, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য, সাবেক সহ সম্পাদক মহিলা আওয়ামী লীগ কক্সবাজার জেলা কমিটি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচন পর্যবেক্ষণ কমিশনের আইন সহায়তা পর্যবেক্ষণ কমিটির সদস্য,সাবেক সহ- সভাপতি মহিলা আওয়ামী আইনজীবি পরিষদ,সাবেক সহ- সভাপতি আওয়ামী আইনজীবি পরিষদ,সহ- সভাপতি আইন সহায়তা কমিটি একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি এ ছাড়াও ঢাকাস্হ সবুজবাগ থানাধীন অন্যতম নারী সংগঠন সবুজমুখী লেডিজ ক্লাবের আইন সম্পাদক। তাঁর স্বামী আ,ন ম গোলাম জিলানী মতলব উত্তর উপজেলার নাউরী গ্রামের অধিবাসী। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের এ,জি,এম ছিলেন, পেশাগত জীবনে তিনি বঙ্গবন্ধু পরিষদের কৃষি ব্যাংক প্রতিষ্ঠানিক কমিটির সদস্য এবং বাংলাদেশ কৃষিব্যাংক অফিসার্স এসোসিয়েশন প্রধান কার্যালয় পরিষদের সভাপতি ছিলেন।উত্তর মতলব নাউরী আদর্শ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠা কালীন সময় থেকে গভার্নিং বডির সদস্য হিসাবে কাজ করে আসছেন। বর্তমানে আইন পেশায় নিয়োজিত আছেন। তাঁর চাচা ডঃ মীর মোহাম্মদ আলী একজন স্বাধীনতা সংগ্রামী ও মুক্তিযোদ্বা ছিলেন। স্বাধীনতা পূর্ব সময় থেকে অবিভক্ত থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ছিলেন এবং বড় ভাই সৈয়দ মহিউদদীন মতলব ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি এবং পরবর্তীতে বৃহত্তর মতলব থানা ছাত্রলীগের সভাপতি ছিলেন। এডভোকেট জেসমিন সুলতানা মতলব উত্তর উপজেলার মান্দারতলী মীর বাড়ি এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন।তার পিতা মীর মোঃ সোলায়মান তিনি সাবেক কাষ্টমস কর্মকর্তা ছিলেন।মাতা সুলতানা রাজিয়া গৃহিনী ছিলেন।এডভোকেট জেসমিন সুলতানা ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে বিএ(সম্মান) এম.এ পাশ করেন এবং চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি সম্পন্ন করেন। তিনি বর্তমানে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগে আইনজীবী হিসাবে আছেন। মেঝো ভাই ডঃ মীর আবদুল্লাহ চাঁদপুর জেলার কচুয়া হাসপাতালের টি,এইচ,এ ছিলেন ছোট ভাই মীর সাইফুল্লাহ আল খালেদ মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর। তিনি চাঁদপুরে জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী আনসার ভিডিপির মহাসমাবেশ গুলোতে অংশ গ্রহন করে আনসার ভিডিপির সদস্যদের নির্বাচনী কার্যক্রম বিষয়ে উদ্বুদ্ব করেন এবং কর্মপদ্বতি বিষয়ে প্রশিক্ষন দান করেন।তিনি দু’ সন্তানের জননী। তার মেয়ে বড় মেয়ে প্রমা তাপসী লন্ডন থেকে এ,সি,সিএ কমপ্লিট করে বর্তমানে এসোসিয়ের্টস অফ সার্টিফাইড চাটার্ড একাউন্টেন্ট কান্ট্রি এডুকেশন ম্যানেজার দায়িত্বে আছেন ছোট মেয়ে প্রজ্ঞা তাপসী খান লন্ডন থেকে ব্যারিস্টার হয়ে বর্তমানে মায়ের সাথে কাজ করছেন।এডভোকেট জেসমিন সুলতানা দেশে বিদেশে বিভিন্ন সেমিনার ও কর্মশালায় যোগদান করেছেন। তিনি ভারত,চীন, যুক্তরাজ্য, থাইল্যান্ড,মালয়েশিয়া, ইন্দোনেশিয়া,সিঙ্গাপুর এবং সৌদিআরব ভ্রমন করেছেন। তিনি বলেন আমি সংরক্ষিত আসনে সংসদ সদস্য নির্বাচিত হলে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য কাজ করে যাবেন।সে সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে দলকে তৃনমূল পর্যায়ে সুসংগঠিত করতে ভুমিকা রাখবেন। ইতিমধ্যে প্রতিটি দলীয় মামলা গুলিতে তিনি অংশ করেছেন এবং সবাইকে মামলা সমূহে অংশ গ্রহন করেছেন।তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নের ফসল আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের বিশাল বিজয়।তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Powered by themekiller.com