Breaking News
Home / Breaking News / কচুয়ায় অপহরনের ২৪ ঘন্টা পর তরুণী উদ্ধার

কচুয়ায় অপহরনের ২৪ ঘন্টা পর তরুণী উদ্ধার

ষ্টাফ রিপোর্টারঃ
কচুয়া উপজেলার তেতৈয়া গ্রামের জামাল হোসেনের মেয়ে বৃষ্টি (১৬) নামের অপহরনকৃত তরুনীকে অাজ মঙ্গলবার সকাল ৯টার দিকে চান্দিনা উপজেলার নবাবপুর বাজার এলাকা থেকে কচুয়া থানা পুলিশ উদ্ধার করেছে।
জানা যায়, সোমবার সাকাল ১০ টার দিকে নিজ বাড়ি হইতে বৃষ্টি তার ছোট ভাইকে নিয়ে পাশাপাশি শফিবাদ গ্রামে ফুফুর বাড়ির উদ্দেশ্যে সিএনজি যোগে রওনা দিয়ে সাড়ে ১০ টার সময় সিংআড্ডা বড় মসজিদের সামনে রাস্তার উপর সিএনজিটি পৌছলে যুবলীগ কর্মী শাহনেয়াজের নেতৃত্বে ৫/৬জন যুবক গাড়িটি গতিরোধ করে বৃষ্টিকে অপহরন করে নিয়ে যায়। এ ব্যাপারে বৃষ্টির পিতা জামাল হোসেন কচুয়া থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। যাহার নং-২১, তারিখ-২১-০১-২০১৯। পুলিশ মামলার পরিপেক্ষিতে বৃষ্টির মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে ঝটিকা অভিযান চালিয়ে অাজ মঙ্গলবার চান্দিনা উপজেলার ওই নবাবপুর বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করে। পুলিশ জানায় অপহরনকারীরা ওই এলাকায় বৃষ্টিকে একা রেখে পালিয়ে যায়। অপহরনকারীদের গ্রেফতারের জন্য বিশেষ অভিযান চালছে।
উল্লেখ্য যে, বৃষ্টির পিতা জামাল হোসেন স্ব-পরিবার নিয়ে চট্টগ্রামে বসবাস করে আসছে।

Powered by themekiller.com