Breaking News
Home / Breaking News / মতলব দক্ষিণে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও জঙ্গিবাদের বিরোধী সচেতনতামূলক সভা

মতলব দক্ষিণে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও জঙ্গিবাদের বিরোধী সচেতনতামূলক সভা

স্টাফ রিপোর্টার ঃ মতলব দক্ষিণ থানা পুলিশের আয়োজনে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস, ছিনতাই, ডাকাতি ও জঙ্গিবাদ বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। আজ ২২ জানুয়ারী মুন্সীরহাট কলেজে সচেতনতা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল। কলেজের অধ্যক্ষ এমএ মালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কলেজের প্রভাষক গোলাম মোস্তফা, প্রভাষক জসিম উদ্দিন ও শিক্ষার্থীবৃন্দ। সভায় মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল বলেন, আমাদের সমাজ থেকে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত করা হবে। এ জন্য চাই সকলের সার্বিক সহযোগিতা।

Powered by themekiller.com