Breaking News
Home / Breaking News / সুযোগ পেলে এতিম শিশুরা তাদের যোগ্যতার প্রমান রাখতে পারে

সুযোগ পেলে এতিম শিশুরা তাদের যোগ্যতার প্রমান রাখতে পারে

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেছেন এতিম ও অনাথ শিশুরা আমাদের সমাজে নানা ভাবে উপেক্ষিত ও অবহেলার শিকার হয়। এ সকল শিশুদের জীবনমান উন্নয়নের জন্য বাংলাদেশ সরকার বিশেষ করে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনধর্মী কার্যকর উদ্যোগ গ্রহন করেছেন। ফলে দেশের বিভিন্ন ক্ষেত্রে এতিমখানার নিবাসীরা ভূমিকা রাখছে। বাংলাদেশ সরকারের সমাজ সেবা অধিদপ্তর অনাথ শিশুদের লালন-পালন এর পাশাপাশি উন্নত শিক্ষা প্রদান করে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলছে। সরকারের পাশাপাশি আমাদের সমাজের বিত্তবানরা এগিয়ে এলে এতিম শিশুদের জীবন মানের আরো উন্নয়ন হবে। কারণ সুযোগ পেলে এতিম শিশুরাও সমাজে তাদের যোগ্যতার প্রমান রাখতে পারে। তিনি ২১ জানুয়ারী সোমবার শরীয়তপুর সদরের ধানুকাস্থ সরকারি শিশু পরিবারের নিবাসীদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
শিশু পরিবারের তত্ত্বাবধায়ক মোঃ তরিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন সিকদার, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব রহমান শেখ, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ কামাল হোসেন, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র হোসেন মোহাম্মদ আলমগীর। এসময় আরো উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের প্রশাসনিক কর্মকর্তা মাওলাদাৎ খান, অফিস সহকারী পিজোষ কুমার দত্ত, সফিকুল আলম প্রমূখ।

Powered by themekiller.com